মোটরসাইকেল খবর

২০১৮ তে নতুন রূপে এলো হোন্ডা লিভো


আকর্ষণীয় লুকিংয়ের জন্য অল্প দিনেই জনপ্রিয়তা পেয়েছে হোন্ডা লিভো। তবে এর পেছনের চাকা কিছুটা চিকন। ফলে অনেকেই বাইকটি কেনা থেকে বিরত থাকেন। এছাড়াও প্রথম ভার্সনের বেশ কিছু ত্রুটি ও অপূর্ণতা ছিল। এসব ত্রুটি ও অপূর্ণতা দূর করতে নতুন রূপে এলো হোন্ডা লিভো।

নতুন লিভোর গ্রাফিক্স মনোমুগ্ধকর। গ্রাফিক্সে পরিবর্তন ছাড়াও বাইকটিতে নতুন অ্যানালগ-ডিজিটাল মিটার কনসোল ব্যবহার করা হয়েছে। এতে সার্ভিস ডিউ ইন্ডিকেটর, ক্লট, লো মেইনটেনেন্স সিল চেইনের তথ্য মিলবে।

নতুন ভার্সনের লিভোতে আগের ভার্সনের ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনে কোনো পরিবর্তন আনা হয়নি। এতে ১০৯.১৯ সিসির এয়ারকুডল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনের হোন্ডার ইকো টেকনোলজি (এইচইটি) প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

হোন্ডার লিভোর ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার ৮.৩১ বিপিএইচপি। টর্ক ৯ এনএম।

ফোর স্পিড গিয়ার বক্সের এই বাইকটিতে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button