বাজাজমোটরসাইকেল খবর

শক্তিশালী BS6 ভেরিয়েন্টে লঞ্চ হবে Bajaj Pulsar NS160


শক্তিশালী BS6 ভেরিয়েন্টে লঞ্চ হবে Bajaj Pulsar NS160ঃ সম্প্রতি ভারতে প্রায় সব মোটরসাইকেলের BS6 ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। এই সব মোটরসাইকেলের BS4 মডেলের তুলনায় BS6 মডেলের ইঞ্জিনের শক্তি কমেছে। যদিও ব্যতিক্রম Bajaj Pulsar NS160 নতুন Pulsar এর BS6 ভেরিয়েন্টে BS4 ভেরিয়েন্টের তুলনায় বেশি শক্তি পাওয়া যাবে। সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা গিয়েছে 2020 BS6 Bajaj Pulsar NS160 -এ ১৭ bhp শক্তি পাওয়া যাবে। BS4 মডেলে ১৫.৫ bhp শক্তি পাওয়া যেত। আগের মতোই BS6 ভেরিয়েন্টে একটি ১৬০.৩ সিসি ইঞ্জিন থাকবে।

১.৫ bhp বেশি শক্তির কারণে এই মুহূর্তে ১৬০ সিসি সেগমেন্টের সবথেকে শক্তিশালী মোটরসাইকেলের তকমা ছিনিয়ে নিতে চলেছে নতুন Bajaj Pulsar NS160 নতুন Pulsar এ Suzuki Gixxer 155, TVS Apache RTR 160 4V, Yamaha FZ-S ও Honda CB Hornet 160R এর থেকে বেশি শক্তি পাওয়া যাবে।

TVS Apache RTR 160 -র ১৫৯.৭ সিসি অয়েল কুলড ইঞ্জিনে ১৬.৫ bhp শক্তি পাওয়া যায়। অন্যদিকে Gixxer এ রয়েছে একটি ১৫৫ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৪.৬ শক্তি মিলবে। Honda CB Hornet 160R -এর ১৬২.৭ সিসি ইঞ্জিনে সর্বোচ্চ ১৫.৬৬ bhp শক্তি পাওয়া যায়। এই মুহূর্তে BS4 ইঞ্জিনে Bajaj Pulsar NS160 এর দাম শুরু হচ্ছে ৮৩,০০০ রুপি থেকে। BS6 ভেরিয়েন্টে ১ লক্ষ রুপির আশেপাশে এই মোটরসাইকেল লঞ্চ হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button