ভেস্পামোটরসাইকেল খবর

আগামী মাস থেকে তৈরী হবে Vespa Elettrica স্কুটার


আগামী মাস থেকে তৈরী হবে Vespa Elettrica স্কুটারঃ সেপ্টেম্বর মাস থেকে কোম্পানির ইটালির কারখানায় Vespa Elettrica স্কুটার তৈরী শুরু হবে। সম্প্রতি এই কথা জানিয়েছে Piaggio একই কারখানায় ১৯৪৬ সালে প্রথম Vespa স্কুটার তৈরী হয়েছিল। অক্টোবর মাস থেকে Vespa Elettrica র বুকিং শুরু হবে। তবে কবে থেকে প্রথম ইলেকট্রিক Vespa ডেলিভারি শুরু হবে তা জানায়নি Piaggio আপাতত শুধুমাত্র ইউরোপ ও আমেরিকার বাজারে এই স্কুটার বিক্রি শুরু হবে। ২০১৯ সালের শুরুর দিকে এশিয়ার একাধিক দেশে লঞ্চ হবে নতুন Vespa Elettrica তবে কোম্পানি জানিয়েছে এই মুহুর্তে বাজারে থাকা বেশিরভাগ Vespa স্কুটারের থেকে Vespa Elettrica র দাম বেশি হবে। নভেম্বর মাসে মিলানে এক অটো শো তে দেখনো হবে Vespa Elettrica। ভারতে ২০২০ সালে লঞ্চ হতে পারে এই ইলেকট্রিক স্কুটার।

ফেব্রুয়ারী মাসে অটো এক্সপোতে দেখানো হয়েছিল Vespa Elettrica দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে Vespa Elettrica স্ট্যান্ডার্ড ভার্সানে একবার চার্জ করে ১০০ কিমি রাস্তা যাওয়া যাবে। আর Elettrica X ভেরিয়েন্টে একবার চার্জ করে ২০০ কিমি রাস্তা যাওয়া যাবে। এই স্কুটারে একটি ৪.২ kWh লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে। যা এই স্কুটারের মোটরকে ৫.৪ bhp শক্রি ও ২০০ Nm টর্ক দেবে। ১০০০ বার চার্জ করা যাবে এই স্কুটারের ব্যাটারি যা এই স্কুটারকে ৫০,০০০ – ৭০,০০০ কিমি যেতে সাযাজ্য করবে। ইকো ও পাওয়ার দুটি আলাদা রাইডিং মোডে চালানো যাবে নতুন Vespa Elettrica ইকো মোডে সর্বোচ্চ ৩০ কিমি প্রতি ঘন্টা গতিতে চালানো যাবে Vespa Elettrica

Vespa Elettrica তে একটি ৪.৩ ইঞ্চি TFT ডিসপ্লে থাকবে। স্মার্টফোনের সাথে এই স্কুটার কানেক্ট করা সম্ভব। এই ডিসপ্লের মাধ্যমে স্কুটারের যাবতীয় তথ্য পাওয়া যাবে। নিজের ফোনে ইনকামিং কল বা মেসেজ নোটিফিকেশান এলে তা এই স্ক্রিন থেকেই দেখা নেওয়া যাবে। এর সাথেই গাড়ির গতি ও কতো ব্যাটারি বাকি রয়েছে তা দেখা যাবে এই TFT ডিসপ্লেতে।

সম্প্রতি সারা দুনিয়ায় বিশাল সাফল্যের মুখ দেখেছে এই আইকনিক স্কুটার ব্র্যান্ড। এই বছরের শুরুতেই আরও বেড়েছে Vespa বিক্রি। তাই নতুন ইলেকট্রিক স্কুটার বিশ্বব্যাপী Vespa প্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button