মোটরসাইকেল খবররয়েল এনফিল্ড

শুরু হল রেজিস্ট্রেশান Royal Enfield Rider Mania 2018


শুরু হল রেজিস্ট্রেশান Royal Enfield Rider Mania 2018: রয়েল এনফিল্ড এর বার্ষিক মোটরসাইকেল উৎসব বাইডার ম্যানিয়ার রেজিস্ট্রেশান শুরু হল। গোয়াতে এই বছর তিন দিনের এই বাইক ফেস্টিভাল হবে। ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর গোয়ার রাস্তার দখল নেবে সারা ভারতের কয়েক হাজারে রয়েল এনফিল্ড। এবার এই ইভেন্টের রেজিস্ট্রেশান শুরু করল রয়েল এনফিল্ড।

কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করে ২০১৮ সালের রাইডার ম্যানিয়ায় রেজিস্টার করতে পারবেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাইডার ম্যানিয়ায় যোগ দেওয়ার জন্য নাম নতুভুক্ত করতে পারবেন রয়েল এনফিল্ড ভক্তরা। তিন দিনের এই উৎসবে রেজিস্ট্রেশানে খরচ হবে ২০০০ রুপি। তবে পরে রাইডার ম্যানিয়াতে রেজিস্ট্রেশানের খরচ বেড়ে যাবে। অক্টোবর মাসে বাইডার ম্যানিয়ায় রেজিস্ট্রেশানে খরচ হবে ২,৫০০ রুপি। নভেম্বরে রাইডার ম্যানিয়ার ঠিক আগে রেজিস্ট্রেশানে খরচ হবে ৩,০০০ রুপি। ইতি মধ্যেই ৪,০০০ এর বেশি রয়েল এনফিল্ড ভক্ত এই ইভেন্টে নাম লিখিয়েছেন।

তিন দিনের এই ইভেন্টে বিভিন্ন ধরনের ইভেন্ট হবে। এখানে বাইক হাতে রাইডাদের স্কিল পরীক্ষা হবে। বিভিন্ন ধরনের শিল্পীরা উপস্তিত থাকবেন এই ইভেন্টে। এই ইভেন্টেই কোম্পানির নতুন ৬৫০ সিসি দুটি বাইক লঞ্চ করবে রয়েল এনফিল্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button