অফার

সেপ্টেম্বর মাসে ডিসকভার মোটরসাইকেলে ৫০০০ টাকা ক্যাশব্যাক অফার


সেপ্টেম্বর মাসে ডিসকভার মোটরসাইকেলে ৫০০০ টাকা ক্যাশব্যাক অফারঃ বাজাজের ডিসকভার মোটরসাইকেলে ৫০০০ টাকা ক্যাশব্যাক অফার ঘোষণা করলো উত্তরা মোটর্স লিমিটেড। ডিসকভারের জনপ্রিয় সেগমেন্ট ১২৫ সিসিতে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে।

এই অফারের আওতায় ১২৫ সিসির ডিসকভারের ড্রাম ব্রেক ভার্সনটি এখন কেনা যাবে ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকায়। এই বাইকটির পূর্বমূল্য ছিল ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা। অন্যদিকে ১২৫ সিসির ডিস্কব্রেক ভার্সনের ডিসকভার ১ লাখ ৫২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে এখন ১ লাখ ৪৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

অফারটি ১২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত চলবে।

১২৫ সিসির ডিসকভারে ১২৫ সিসির এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি আগের চেয়ে অনেক বেশি রিফাইন করা হয়েছে। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট ১২৪.৬ সিসি।

এতে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ডিটিএস-আই, এয়ারকুল্ড ইঞ্জিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন ১৪.৭২বিএইচপি @ ৭৫০০আরপিএম ও ১১ এনএম টর্ক @ ৫৫০০ আরপিএম ক্ষমতা উৎপন্ন করতে পারে।

নতুন ডিসকভারে এলইডি ডিআরএল সিস্টেম ব্যবহার করা হয়েছে। বাইকটির হেডলাইটের সঙ্গে এই সিস্টেম প্রথম বারের মত যুক্ত করা হয়েছে। এছাড়া টেল লাইটের ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button