এক নজরে কিছু তথ্য Bajaj CT110

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Bajaj CT110 কিক স্টার্ট ভেরিয়েন্টে এই মোটরসাইকেলের দাম শুরু হচ্ছে ৩৭,৯৯৭ রুপি থেকে। ইলেকট্রিক স্টার্টে Bajaj CT110 এর দাম ৪৪,৪৮০ রুপি। গ্রামীন ভারতের রুক্ষ রাস্তার জন্য বিশেষ ভাবে এই মোটরসাইকেল ডিজাইন করা হয়েছে। কম দামে মজবুত শক্তিশালী মোটরসাকেল কেনার পরিকল্পনা থাকলে দেখে নিয়ে পারেন নতুন Bajaj CT110
গ্রামীন ভারতের কথা মাথায় রেখে বিশেষ ভাবে এই মোটরসাইকেল ডিজাইন করেছে বাজাজ অটো। Bajaj CT100 এর সাথে নতুন Bajaj CT110 এর ডিজাইনে অনেক মিল থাকছে নতুন মোটরসাইকেলে সম্পূর্ণ নতুন গ্রাফিক্স ব্যবহার করেছে কোম্পানি। Bajaj CT110 মোটরসাইকেলে থাকছে ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সামনের সাসপেনশনে থাকছে রাবার কভার। অতিরিক্ত গ্রিপের জন্য ফুয়েল ট্যাঙ্কে থাকছে রাবারের নি প্যাডিং।
Bajaj CT110 মোটরসাইকেলে থাকছে Bajaj Platina মোটরসাইকেলের ১১৫ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনে ৮.৪ bhp শক্তি আর ৯.৮১ Nm টর্ক পাওয়া যাবে। থাকছে অ্যালয় হুইল আর টেলিস্কোপিক ফর্ক। পিছনে থাকছে স্প্রিং ইন স্প্রিং সাসপেনশন। দুই চাকাতেই থাকছে ড্রাম ব্রেক। অ্যালয় হুইল ব্যবহারের জন্য প্রিমিয়াম ফিল পেয়েছে Bajaj CT110