বেনেল্লিমোটরসাইকেল খবর

কম দামি রেসিং বাইক আনছে বেনেলি


কম দামে রেসিং বাইক আনছে বেনেলিঃ ডুকাতি, বিএমডব্লিউ-এর মিড রেঞ্জের বাইকগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ৬টি নতুন বাইক আনতে চলেছে এই ইতালীয় বাইক প্রস্তুতকারক সংস্থাটি। রয়্যাল এনফিল্ডকেও এই বাইকগুলি চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি। বাইকগুলো ভারতের বাজারে পাওয়া যাবে।

বেনেলি লিওনসিনো ২৫০ঃ বেনেলির ‘মোস্ট অ্যাফোর্ডেবল’ বাইকগুলির মধ্যে একটি। অসাধারণ লুক। ২৪৯ সিসির এই বাইকে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড ইঞ্জিন। বিএইচপি ২৫.৮ এবং এনএম ২১.২। ছয় গিয়ার সম্বলিত এই বাইকে রয়েছে এলইডি হেডল্যাম্প, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডুয়াল চ্যানেল এবিএস। ভারতে এর দাম হবে আড়াই লাখ রুপি।

বেনেলি টিআরকে ২৫০ঃ এটি অ্যাডভেঞ্চার ক্রুজার বাইক। বিএমডব্লিউ জি ৩১০ এবং রয়্যাল এনফিল্ড হিমালয়ান-এর প্রতিদ্বন্দ্বী। হাঙ্কি লুক। টিআরকে ৫০২-এর মতোই দেখতে। ফিচার হুবহু লিওনসিনো ২৫০-র মতোই। এটিও ভারতে আড়াই লাখ রুপিতে পাওয়া যাবে।

বেনেলি ইম্পেরিয়েল ৪০০ঃ ৩৭৩ সিসির বাইক। সাবেকি ও আধুনিকতার মিশেলে তৈরি করা হয়েছে বাইকটি। গোল হেডল্যাম্প, বসার সিট আলাদা রাখা হয়েছে। স্পোকড হুইল। সামনের চাকায় ডিস্ক ব্রেক আছে। রয়েছে এবিএস এবং ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন। দাম প্রায় ২ লাখ রুপি।

বেনেলি টিআরকে ৫০২ঃ টিআরকে ২৫১-র ‘বড় ভাই’ এটি। অফ রোড, ট্যুরিং ক্যাপাবিলিটি অনেক ভাল। ৪৪৯ সিসির বাইক। টুইন সিলিন্ডার, ৪৭ বিএইচপি, ৪৫ এনএম টর্ক। এ ছাড়া রয়েছে, ৫০ এমএম ইউএসডি ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক। এটি ভারতের বাজারে পাওয়া যাবে চার লাখ রুপিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button