চোখ রাখুন নতুন রয়েল এনফিল্ড মোটরসাইকেলে

চোখ রাখুন নতুন রয়েল এনফিল্ড মোটরসাইকেলেঃ ববার স্টাইল মোটরসাইকেল লঞ্চ করবে রয়েল এনফিল্ড। এবার সেই কসেপ্ট মোটরসাইকেলের টিজার সামনে এলো। মিলানে মোটরসাইকেল শোতে যামনে আসবে এই বাইক। টিজারে একটি লম্বা মোটরসাকেলের সবুজ রঙের ফুয়েল ট্যাঙ্ক দেখা গিয়েছে। রিপোর্ট সত্যি হলে এই মোটরসাইকেলে থাকবে ৮৩৪ সিসি ভি টুইন ইঞ্জিন।
মঙ্গলবার মিলান অটো শোতে বিশ্বের সামনে আসবে নতুন রয়েল এনফিল্ড বাইক। এই বাইক লঞ্চের পরে নিঃসন্দেহে চেন্নাইয়ের কোম্পানিকে বিশ্ব বাজারে প্রিমিয়াম সেগমেন্টে নিয়ে আসবে। আগামী বছর বাজারে আসতে পারে এই বাইক।
মঙ্গলবার লঞ্চের পরে এই বাইকের ইঞ্জিন ও অন্যান্য ফিচার সম্পর্কে বিস্তারে জানা যাবে। এই মাসে ভারত সহ সারা বিশ্বের একাধিক দেশে দুটি ৬৫০ সিসি ইঞ্জিনের বাইক লঞ্চ করবে রয়েল এনফিল্ড। সেই সময় নতুন এই রয়েল এনফিল্ড কনসেপ্ট বাইক কোম্পানিকে বিশ্ব বাজারে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।