মোটরসাইকেল খবর

দাম কমলো ইয়ামাহা মোটরসাইকেলের


‘ঈদের আগে ঈদের খুশি’ অফার ঘোষণার মাধ্যমে ইয়ামাহা মোটরসাইকেলের কাম কমালো এর দেশীয় পরিবেশক এসিআই মোটরস লিমিটেড। এই অফারের আওতায় নির্দিষ্ট মডেলের ইয়ামাহা মোটরসাইকেলে দেয়া হচ্ছে ক্যাশব্যাক। এছাড়াও থাকছে রেইনকোর্ট, হেলমেট এবং টি-শার্ট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়ামাহা জানিয়েছে, ‘ঈদের আগে ঈদের খুশি’ অফারে আরওয়ান ভার্সন টু এবং আর ১৫এস কিনলে ক্রেতারা ২০ হাজার টাকার ক্যাশব্যাক পাবেন। এছাড়াও এফজেডএস এফ আই ভার্সন টু, ফেজার এফআই ভার্সন টু এবং এস জেড আরআর ভার্সন টু কিনলে পাওয়া যাবে ৫ হাজার টাকা ক্যাশব্যাক। স্যালুটো ১২৫ সিসির বাইকে ৪ হাজার টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।

দেশের সকল ইয়ামাহা শোরুমে ৩১ মে পর্যন্ত অফারটি চলবে। দেশে ইয়ামাহার একমাত্র পরিবেশক এসিআই মোটরস লিমিটেড

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button