ভারতে লঞ্চ হল নতুন বাজাজ প্লাটিনা ১১০

এন্ট্রি লেভেল সেগমেন্টে লঞ্চ হল বাজাজ প্লাটিনা ১১০। ভারতে দিল্লিতে নতুন Bajaj Platina 110 মোটরসাইকেলের এক্স শো রুম দাম ৪৯,১৯৭ রুপি। এই সেগমেন্টে Hero Passion Pro 110, Honda CD 110 Dream DX আর TVS Radeon কে টেক্কা দিতে বাজাজ এর বাজি নতুন Platina 110। নতুন বাজাজ প্লাটিনা ১১০ তে থাকছে টিউবলেস টায়ার, নাইট্রক্স শক অ্যাবসর্বার আর স্ট্যান্ডার্ড অ্যান্টি স্কীড ব্রেক।

বাজাজ প্লাটিনা ১১০ এর ভিতরে থাকছে একটি ১১৫ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮.৪ bhp শক্তি আর ৯.৮১ Nm টর্ক পাওয়া যাবে। এই সেগমেন্টে অন্য যে কোন মোটরসাইকেলের থেকে প্লাটিনা ১১০ মোটরসাইকেলে বেশি টর্ক পাওয়া যাবে। সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক আর পিছনে নাইট্রক্স শক অ্যাবসর্বার। দুটি চাকাতেই থাকছে ড্রাম ব্রেক। সাথে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম থাকছে। এর ফলে দুই চাকায় একই পরিমান ব্রেক ধরবে।
প্লাটিনা ১১০ ইএস এর মতোই দেখতে বাজাজ প্লাটিনা ১১০। তবে এই বাইকে থাকছে নতুন গ্রাফিক্স। নতুন বাজাজ প্লাটিনা ১১০ মোটরসাইকেলে থাকছে LED DRL। সাথে থাকছে কালো অ্যালয় হুইল, গ্র্যাব রেল আর কালো রিয়ার ভিউ মিরার। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে Bajaj Platina 110।