ভারতে লঞ্চ হল নতুন Bajaj CT 110

ভারতে লঞ্চ হল নতুন Bajaj CT 110 ভারতে এই মোটরসাইকেলের কিক স্টার্ট ভেরিয়েন্টের দাম ৩৭,৯৯৭ রুপি। সেলফ স্টার্ট ভেরিয়েন্ট কিনতে ৪৪,৩৯২ রুপি খরচ হবে। সিটি সিরিজের নতুন মোটরসাইকেলে একাধিক নতুন ফিচার যোগ করেছে বাজাজ অটো। থাকছে নতুন ট্যাঙ্ক প্যাড, নতুন গ্রাফিক্স, ইঞ্জিনে কালো ফিনিশ, নতুন হ্যান্ডেলবার। নতুন ভার্সানে সামান্য বড় সিট ব্যবহার হয়েছে। সিটি ১১০ মোটরসাইকেলে টেলিস্কোপিক ফর্কে থাকছে রাবার কভার।
তবে নতুন বাজাজ সিটি ১১০ মোটরসাইকেলের সব থেকে বড় আপডেট হয়েছে ইঞ্জিনে। নতুন সিটি ১১০ মোটরসাইকেলে যোগ হয়েছে Bajaj Platina 110 মোটরসাইকেলের ইঞ্জিন। ১১৫ সিসি এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮.৬ bhp শক্তি আর ৯.৮১ Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে ৪ স্পিড গিয়ারবক্স। এখনও গোটা দেশে এই মোটরসাইকেল বিক্রি শুরু করেনি বাজাজ অটো। তবে ডিলারদের কাছে নতুন সিটি ১১০ পৌঁছাতে শুরু করেছে।
ইঞ্জিন ছাড়া বাজাজ সিটি ১১০ মোটরসাইকেলের সামনে থাকছে একই টেলিস্কোপিক ফর্ক আর পিছনে থাকছে টুইন শক অ্যাবজর্বার। শুধুমাত্র ড্রাম ব্রেক অপশানে পাওয়া যাবে নতুন বাজাজ সিটি ১১০। থাকছে কম্বি বতাকিং সিস্টেম।