মোটরসাইকেল খবরসুজুকি

ভারতে ABS সহ এল নতুন Suzuki V-Strom 650XT ফিচার্স


ভারতে ABS সহ এল নতুন Suzuki V-Strom 650XT ফিচার্সঃ লঞ্চ হল নতুন অ্যাডভেঞ্চার টুরিং বাইক Suzuki V-Strom 650XT, ভারতে V-Strom 650XT এর এক্স শো রুম দাম 7.46 লক্ষ রুপি। বেশ কিছুদিন আগেই V-Strom 650 বুকিং নিতে শুরু করেছিল সুজুকি।

V-Strom 650XT লঞ্চের সময় ভারতে কোম্পানির প্রধান সাতোশি উচিদা বলেন, “গত বছর V-Strom 650XT লঞ্চের পরে আমরা দারুণ সাড়া পেয়েছিলাম। সেই গতি বেগ ধরে রাখতেই ২০১৯ সালে নতুন ভার্সন নিয়ে এল কোম্পানি। এই মোটরসাইকেলে একাধিক ফিচার যোগ হওয়ার পরে তা বাজারে আরো জনপ্রিয় হয়ে উঠবে।”

V-Strom 650XT তে থাকবে ৬৪৫ সিসি লিকুইড কুলড ফোর স্ট্রোক ভি টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনে ৭০ bhp শক্তি ও ৬৬ Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকবে ৬ স্পিড গিয়ারবক্স। Suzuki V-Strom 650XT এর ওজন ২০১৬ কিলোগ্রাম।

V-Strom 650XT এর সামনে ও পিছনে থাকবে যথাক্রমে ১৯ ইঞ্চি ও ১৭ ইঞ্চি চাকা। এর সাথেই থাকবে ডুয়াল ABS কোন পরিস্থিতিতেই ABS বন্ধ করা যাবে না। আর থাকবে ট্র্যাকশান কন্ট্রোল সিস্টেম। Suzuki V-Strom 650XT মোটরসাইকেলের অন্যতম প্রতিযোগী Kawasaki Versys 650, Kawasaki Versys 650 এর দাম 6.6 লক্ষ রুপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button