লঞ্চ হল নতুন TVS Apache RTR 180 দাম ও ফিচার্স

ভারতে লঞ্চ হল নতুন TVS Apache RTR 180 স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের দাম ৮৪,৫৭৮ রুপি আর ABS ভেরিয়েন্টের দাম ৯৫,৩৯২ রুপি (দিল্লিতে এক্স শো রুম দাম)। একাধিক আপডেট ও নতুন গ্রাফিক্স সহ বাজারে এসেছে এই বাইক। এছাড়াও দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে থাকছে নতুন কনসোল। গাড়ির মেকানিকালের বিশেষ পরিবর্তন না এলেও বাইরে থেকে এই গাড়ি দেখতে সম্পূর্ণ আলাদা।
নতুন TVS Apache RTR 180 বাইকে সবার আগে চোখে পড়বে নতুন গ্রাফিক্স। এছাড়াও থাকছে নতুন ক্র্যাশ গার্ড আর ইন্টিগ্রেটেড ফ্রেম স্লাইডার। নতুন ভাবে ডিজাইন করা হয়েছে নতুন TVS Apache RTR 180 বাইকের ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। থাকছে ব্যাকলিট স্পিডোমিটার। পাঁচটি আলাদা রঙে পাওয়া যাবে এই মোটরসাইকেল।
নতুন TVS Apache RTR 180 বাইকে থাকছে ১৭৭.৪ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৬ bhp শক্তি আর ১৫.৫ Nm টর্ক। সাথে থাকছে ৫ স্পিড গিয়ারবক্স। কোম্পানি দাবি করেছে সর্বোচ্চ ১১৪ কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারবে নতুন TVS Apache RTR 180 বাইকের সামনে থাকবে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশান। পিছনে থাকছে গ্যাস চার্জড ডুয়াল শক অ্যাবজর্বার।