মোটরসাইকেল খবর

স্পোর্টস স্কুটার আনল হোন্ডা


নতুন স্কুটার নিয়ে হাজির হলো হোন্ডা। মডেল হোন্ডা আরএসএক্স। স্পোর্টি লুকের এই বাইকে রাইডারের আরামের দিকেও লক্ষ্য রাখা হয়েছে। রয়েছে রিয়ার ভিউ মিরর, স্টাইলিশ টার্ন লাইটও।

সম্প্রতি মালয়েশিয়ার বাজারে হোন্ডা নতুন এই মডেল এনেছে। এই মোটরসাইকেলের সামনের দিকে ধারালো ডিজাইন দেখা যাবে। সঙ্গে থাকছে ডুয়াল এলইডি হেডল্যাম্প ও স্পোর্টি এলইডি ডে টাইম রানিং লাইট। সামনের দিক থেকে বেশ পেশীবহুল দেখতে এই স্কুটার। এর হ্যান্ডেলবার ক্রলে থাকছে সেন্ট্রাল এয়ার ইনটেক, যা এই স্কুটারের স্পোর্টি লুককে আরও আকর্ষণীয় করে তোলে।

বাইকটিতে থাকছে রিয়ার ভিউ মিরর, স্টাইলিশ টার্ন লাইট, আর্গোনমিক সিট, স্প্লিট গ্র্যাব রেল, নতুন এক্সহস্ট। এই স্কুটারে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার দিয়েছে হোন্ডা। সেখানে স্কুটারের গতি ছাড়াও দেখা যাবে গিয়ার পজিশন, ফুয়েল লেভেল, ইঞ্জিনের আরপিএম ও আরও অনেক তথ্য। মাঝে পা রেখে আরামে চালানো যাবে এই স্কুটার।

নীল ও হলুদ রঙে পাওয়া যাবে এই স্কুটার। তিনটি ভেরিয়েন্টেই স্কুটারের রঙের ফেন্ডার পাওয়া যাবে।

হোন্ডা আরএসএক্স-এ থাকছে ১৪৯.২ সিসির লিকুইড কুলড পিজিএম-এফ, ডিওএইচসি ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৫.৮ শক্তি ও ১৩.৬ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে থাকছে ৬ স্পিড গিয়ারবক্স। থাকছে টুইন টিউব ফ্রেম। এর সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে থাকছে মনোশক সাসপেনশন। পিছনের মনোশক নিজের পছন্দ মতো নিয়ন্ত্রণ করা যাবে।

স্কুটারটিতে এ থাকছে ১৭ ইঞ্চির চাকা। সামনে ৯০/৮০ ও পিছনে ১২০/৭০ টিউবলেস টায়ার দিয়েছে জাপানের কোম্পানিটি। দুই চাকার সঙ্গেই থাকছে ডিস্ক ব্রেক। সঙ্গে থাকছে সিঙ্গল চ্যানেল এবিএস। স্কুটারটির ১২২ কিলোগ্রাম। থাকছে একটি ৪.৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button