হারলে-ডেভিডসন এর নতুন ইলেকট্রিক মোটরসাইকেল

নতুন ইলেকট্রিক মোটরসাইকেল নিয়ে এল হারলে ডেভিডসন। ২০১৯ সালে বিক্রি শুরু হবে নতুন Harley-Davidson LiveWire এই বাইকে একটি ম্যাগনেটিক ইলেকট্রিক মোটর ব্যবহার হয়েছে। সাথে থাকছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তবে এই গাড়ি একবার চার্জ করে কতো রাস্তা চালানো যাবে তা জানায়নি মার্কিন কোম্পানিটি। জানানো হয়নি নতুন LiveWire এর দাম।
ইলেকট্রিক মোটরসাইকেল হওয়ার কারনে Harley-Davidson LiveWire এ কোন গিয়ার শিফটার থাকছে না। শুধুমাত্র থ্রটল ঘ্রালেই চলতে শুরু করবে এই বাইক। থাকছে লেভেল ওয়ান কুক চার্জ সাপোর্ট। গ্রাহক চাইলে লেভেল টু বা লেভেল থ্রি স্লো চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন এই মোটরসাইকেলের লিথিয়াম আয়ন ব্যাটারি। এর সাথেই Harley-Davidson LiveWire এর হ্যান্ডেল বারের উপরে থাকছে একটি কালার TFT ডিসপ্লে। এই ডিসপ্লেতে Bluetooth কানেক্টিভিটি, নেভিগেশান, মিউজিক সহ মোটরসাইকেলের সব তথ্য দেখে নেওয়া যাবে।
আগামী বছর বাজারে আসবে Harley-Davidson LiveWire জানুয়ারি মাসে শুরু হবে প্রি-অর্ডার। সেই সময় বাইকের দাম জানাবে হারলে ডেভিডসন তবে ভারতে কবে এই বাইক এসে পৌঁছাবে তা জানা যায়নি। শুরুতে যে সব দেশে ইতিমধ্যেই ইলেকট্রিক বাই চার্জিং এর ভালো পরিকাঠামো রয়েছে সেই সব দেশে লঞ্চ হবে LiveWire।