মোটরসাইকেল খবরহিরো

হিরো গ্লামার এখন ইগনিটর


হিরোর এক্সিকিউটিভ মোটরসাইকেল গ্লামার। অফিসগামী কেতাদুরস্ত তরুণ কিংবা মধ্যবয়সী, সকলের পছন্দের বাইক এটি। দেখতেও যেমন আকর্ষণীয়। চলেও ভালো। মাইলেজও বেশ। এই বাইকটি দীর্ঘদিন একচেটিয়ে সড়কে রাজত্ব করে আসছিল। বিশেষ করে ১২৫ সিসির বাইক সেগমেন্টে। যখন হিরো আর হোন্ডা একজোট হয়ে বাইক বানাতো, সেই সময় থেকে। দেখতে গ্লামারের মত নতুন একটি বাইক এনেছে হিরো। নাম ইগনিটর। গ্লামারের মতই এটি ১২৫ সিসির।

হিরো গ্লামার ইন্ডিয়ান ভার্সন হলেও ইগনিটর ইন্দোনেশিয়ান ভার্সন। গ্লামারের মূল কাঠামো ঠিক রেখে এতে বেশ কিচছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে সিট, টেইল, এক্সহস্ট পাইপ, হেডলাইট, গ্রাব রেইল ইত্যাদিতে। ফলে বাইকটি আরো বেশি আকর্ষণীয় লাগে।

গ্লামারে চেয়ে ইগনিটরের টর্ক বেশি। তাই রেডি পিকআপ বেশি মিলবে। গতিও বেশি উঠবে। একই সঙ্গে আরো বেশি মাইলেজ পাওয়া যাবে।

সম্প্রতি দেশের বাজারে ইগনিটর বিক্রি শুরু করেছে হিরোর দেশীয় পরিবেশক নিটল মোটরস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button