মোটরসাইকেল খবর

আগস্ট মাসে ভারতে নতুন Vespa লঞ্চ করবে Piaggio


শিঘ্রই ভারতে নতুন Vespa মডেল লঞ্চ করবে Piaggio। ভারতে Vespa Notte ১২৫ মডেলটি লঞ্চ করা হবে। সূত্র মারফৎ জানা গিয়েছে দিল্লিতে Vespa Notte ১২৫ এর এক্স শো-রুম দাম হবে ৭০,২৮৫ রুপি। এই বছর অটো এক্সপোতে প্রথম Vespa Notte ১২৫ স্কুটার দেখা গিয়েছিল। আশা করা হয়েছিল ২০১৮ সালেই এই স্কুটার ভারতের বাজারে নিয়ে আসবে Piaggio। কোম্পানির তরফ থেকে এখনো অফিশিয়ালি এই স্কুটার লঞ্চ না হলেও Vespa ডিলাররা ৫০০০ টাকার বিনিময়ে ইতিমধ্যেই Vespa Notte ১২৫ বুকিং শুরু করে দিয়েছেন। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে Vespa Notte ১২৫ ডেলিভারি শুরু হবে বলে জানা গিয়েছে।

GTS Super Notte ১২৫ মডেল থেকে অনুপ্রাণিত হয়ে Vespa Notte ১২৫ মডেল ডিজাইন করেছে Piaggio। ভারতে কোম্পানির অন্যান্য স্কুটারের মতোই Vespa Notte ১২৫ তে স্ট্যান্ডার্ড ১২৫ সিসি ইঞ্জিন ব্যবহার হবে। ইটালিয় ভাষায় ‘Notte’ শব্দের অর্থ রাত্রি। তাই সম্পূর্ণ কালো রঙে এই স্কুটার লঞ্চ হবে।

Vespa Notte ১২৫ এ থাকবে একটি ১২৫ সিসি এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে ১০ bhp শক্তি আর ১০.৬ Nm টর্ক পাওয়া যাবে। CVT ভেরিয়েন্টে এই স্কুটার পাওয়া যাবে। নতুন ডিজাইনের সিট, অ্যানালক কনসোল আর টিউবলেস টায়ার সহ ভারতে Vespa Notte ১২৫ লঞ্চ করবে Piaggio।

৭০,২৮৫ রুপি দামে Vespa Notte ১২৫ স্কুটারটি ভারতে Vespa লাইন আপে সবথেকে কম দামের স্কুটার হতে চলেছে। স্ট্যান্ডার্ড ১২৫ সিসি Vespa-র থেকে ৪০০০ রুপি কম দামে এই স্কুটার কেনা যাবে। ভারতে এই সেগমেন্টে অন্য স্কুটারগুলি হল TVS NTorq ১২৫, Honda Grazia আর নতুন Suzuki Burgman Street ১২৫।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button