নতুন Triumph Street Scrambler তে যোগ হল ৯০০ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনে থাকছে 64bhp শক্তি। যা আগের মডেলের থেকে ১৮ শতাংশ বেশি শক্তিশালী। নতুন ৯০০ সিসি প্যারারাল টুইন হাই টর্ক বনভিল ইঞ্জিনের ভিতরে থাকছে হালকা ক্র্যাঙ্কশাফট , ম্যাগনেশিয়াম ক্যাম কভার আরও হালকা ক্লাচ আর নতুন ক্লাচ কভার। এছাড়াও থাকছে ABS যা প্রয়োজনে বন্ধ করে রাখা যাবে।
নতুন Triumph Street Scrambler তে যোগ হয়েছে নতুন ব্রেক। এছাড়াও থাকছে নতুন সাস্পেনসান সিস্টেম। আগের থেকে চওড়া ফর্ক ব্যবহার হয়েছে এই বাইকে।
নতুন Triumph Street Scramblerতে থাকছে নতুন সিট। ১২০ টির বেশি অ্যাকসেসারিজ সহ বাজারে এসেছে নতুন এই বাইক। ২০১৯ সালের শুরুর দিকে ভারতে আসবে নতুন Triumph Street Scrambler