পেট্রল নয়, ইথানলে চলবে নতুন TVS Apache RTR

ভারতে লঞ্চ হল নতুন TVS Apache RTR 200 Fi E100 পেট্রলের পরিবর্তে ইথানলে চলবে নতুন এই মোটরসাইকেল। ১.২ লক্ষ রুপি এক্স শো-রুম দামে ভারতে এই মোটরসাইকেল লঞ্চ হয়েছে। আপাতত মহারাষ্ট্র, উত্তর প্রদেশ আর কর্ণাটকে এই মোটরসাইকেল লঞ্চ করবে টিভিএস। ২০১৮ সালের অটো এক্সপো তে প্রথম সামনে এসেছিল নতুন এই মোটরসাইকেল। পেট্রল ভেরিয়েন্টের মতোই ইথালনে চলা নতুন TVS Apache RTR 200 Fi E100 মোটরসাইকেলেও থাকছে ২০০ সিসি ইঞ্জিন।
নতুন TVS Apache RTR 200 Fi E100 মোটরসাইকেলের ইঞ্জিনে থাকছে ২০.৭ bhp শক্তি আর ১৮.১ Nm টর্ক। সর্বোচ্চ ১২৯ কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারবে এই মোটরসাইকেল। ইথানলে চলা এই মোটরসাইকেলে পেট্রল ভেরিয়েন্টের থেকে ৫০ শতাংশ কম বেঞ্জিন ও বিউটাডাইন গ্যাস নির্গত হবে। এছাড়াও বেশি শক্তির জন্য এই মোটরসাইকেলে থাকছে টুইন স্প্রে টুইন পোর্ট সিস্টেম।
ইতিমধ্যেই বিশ্বব্যাপী ইথানলে চলা মোটরসাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। এই ধরনের বায়ো জ্বালানী ব্যবহার অনেক বেশি পরিবেশ বান্ধব। ইথানল ব্যবহারে বাতাসে ৩৫ শতাংশ কম কার্বোণ মোনো অক্সাইড তৈরী হবে। এছাড়াও এই জ্বালানিতে সালফার ডাই অক্সাইড নির্গমন কমবে।