এবার লাভের মুখ দেখল টিভিএস

২০১৮ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ২২ শতাংশ লাভের মুখ দেখল টিভিএস। দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ৪,৯৯৪ কোটি টাকা লাভ করেছে কোম্পানি। গত বছর দ্বিতীয় ত্রৈমাসিকে এই লাভের পরিমান ছিল ৪,০৯৮ কোটি টাকা।

এই সময়ে কোম্পানির দুই চাকা গাড়ি বিক্রি বেড়েছে ১৩.৬ শতাংশ। ২০১৮ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ১০.৪৯ লক্ষ দুই চাকা গাড়ি বিক্রি করেছে টিভিএস। ২০১৭ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে এই সংখ্যাটি ছিল ৯.২৩ লক্ষ। এই সময়ে মোটরসাইকেল বিক্রিতে ১৪.৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। ২০১৮ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ৪.২ লক্ষ বাইক বিক্রি করেছে টিভিএস। ২০১৭ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে এই সংখ্যাটি ছিল ৩.৬৫ লক্ষ।

অন্যদিকে স্কুটার বিক্রিতে বৃদ্ধি হয়েছে ১৮.২ শতাংশ। ২০১৮ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ৩.৮৮ লক্ষ স্কুটার বিক্রি করেছে টিভিএস। ২০১৭ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে এই সংখ্যাটি ছিল ৩.২৮ লক্ষ। রপ্তানিতে বৃদ্ধি এসেছে ৩৫.২ শতাংশ। ২০১৮ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ১.৯৯ লক্ষ দুই চাকা গাড়ি রপ্তানি করেছে টিভিএস। ২০১৭ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে এই সংখ্যাটি ছিল ১.৪৮ লক্ষ।

চলতি আর্থিক বছরে এখনো মোট ১৯.৪১ লক্ষ দুই চাকা গাড়ি বিক্রি করেছে টিভিএস। গত বছর একই সময়ে ১৭.০৪ লক্ষ দুই চাকা গাড়ি বিক্রি করেছিল কোম্পানি। অর্থাৎ দুই চাকা গাড়িতে চলতি আর্থিক বছরে বিক্রি বেড়েছে ১৩.৬ শতাংশ। এই সময়ে কোম্পানির স্কুটার বিক্রি বেড়েছে ১৫.৪ শতাংশ আর মোটরসাইকেল বিক্রি বেড়েছে ১৬ শতাংশ।

Related Post