রাজধানীবাসীকে নতুন এক সুখবর দিল উবারমটো। জানজটের কবল থেকে মুক্তি পেতে এবার চালু হলো উবারমটো। রাজধানী ঢাকায় প্রথম যাত্রী হিসেবে উবারমটো’র রাইড নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চালু হয় উবারমটো। এর মধ্য দিয়ে উবারের একই অ্যাপসে ট্যাক্সির পাশাপাশি মোটরসাইকেল ফিচারটিও যুক্ত হলো। ক্রিকেট তারকা মাশরাফি বলেন, ‘রাইড নিয়ে আমি খুশি। যানজটে বসে না থেকে দ্রুত আসতে পারলাম। পার্টনার আমাকে হেলমেট পরতেও উৎসাহিত করলেন’।
অ্যাপস্ সংশ্লিষ্টরা জানান, এতোদিন ঢাকায় শুধু উবারে কার-ট্যাক্সি মিলতো। এখন থেকে মোটরসাইকেলও মিলবে। উবারমটোতে বেইস ফেয়ার ৩০ টাকা। ট্রিপের সময় প্রতি মিনিট ১ টাকা ও প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা।