ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে হারলে ডেভিডসন। গত আট বছরে সবথেকে কম হারলে ডেভিডসন বিক্রি হয়েছে। ভবিষ্যতে আরও কমতে চলেছে হারলে ডেভিডসন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেশি দামের জন্যই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে মার্কিন মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থাটি। এই অর্থনীতিবীদ জানিয়েছেন, “২০১৯ সালেও কোম্পানির বিক্রি ক্রমশ কমতে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে হারলে ডেভিডসন কে।”
হারলে ডেভিডসন এর প্রধান গ্রাহকরা ক্রমশ বুড়ো হচ্ছেন। তরুন প্রজন্মের মধ্যে বিশেষ দাগ কাটতে পারেনি এই কোম্পানি। এর ফলেই মার্কিন দুনিয়ায় ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে হারলে ডেভিডসন। এছারাও সম্প্রতি ইউরোপে বাইক তৈরীর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিকদের হারলে ডেভিডসন বয়কট করার আহ্বান জানিয়েছেন। এর ফলে আরও তলানিতে পৌঁছেছে হারলে ডেভিডসন বিক্রি।
সম্প্রতি মার্কিন দুনিয়ার বাইরে তৈরী যে কোন জিনিসে প্রচুর শুল্ক বসিয়েছে ট্রাম্প সরকার। তাই দাম বেড়েছে হারলে ডেভিডসন মোটরসাইকেলের। ২০১৮ সালে ৩০ শতাংশ দাম কমেছে কোম্পানির শেয়ারের।