দাম বাড়ছে হিরো মোটরসাইকেলের

হিরো মোটর করপোরেশন জানিয়েছে, ভারতের বাজারে তাদের বেশ কয়েকটি মোটরসাইকেলের দাম বাড়ছে। তবে কোন কোন মডেলের দাম বাড়ছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। হিরোর মোটরসাইকেলের দাম খুব বেশি একটা বাড়বে না। সর্বোচ্চ বাড়বে ১ হাজার রুপি।

হিরো জানিয়েছে, মোটরসাইকেল ছাড়াও তাদের স্কুটারের দাম বাড়ানো হচ্ছে। স্কুটারের দাম বাড়বে সর্বোচ্চ ৫২৫ রুপি। হিরো এখনও বর্ধিত মূল্য তালিকা প্রকাশ করেনি। ঠিক কোন কোন মডেলের স্কুটার ও মোটরসাইকেলের দাম বাড়ছে সেটাও জানায়নি।

হিরো মোটর করপোরেশন দাবি করছে তাদের মোটরসাইকেল ও স্কুটারের যন্ত্রাংশের দাম বৃদ্ধি ও উৎপাদন খরচ বাড়ার কারণে দাম বাড়ানো হচ্ছে। এদিকে হিরো ছাড়াও দাম বাড়ানোর তালিকায় আছে বাজাজ এবং টিভিএস। প্রতিষ্ঠান দুইটি তাদের বিভিন্ন মোটরসাইকেলের দাম বাড়িয়েছে।

ভারত মোটরসাইকেলের দাম বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে মনে করেন অটোমোবাইল বিশেষজ্ঞরা।

Related Post