দেশি রোডমাস্টার মোটরসাইকেলের দাম কমলো

দেশি মোটরসাইকেল রোডমাস্টারের দাম কমলো। প্রতিষ্ঠানটি তাদের ছয়টি মডেলের দাম কমিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায় ৩০ নভেম্বর থেকে নতুন অফারে বাইক কিনতে পারবেন। রোডমাস্টারের হেমন্ত অফারে ক্রেতারা সর্বোচ্চ ১৫ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন।

এই অফারের সুযোগ নিয়ে বাইক কিনতে হলে রোডমাস্টারের বিক্রয়কেন্দ্রে যেতে হবে।
রোডমাস্টার দেশের অন্যতম জনপ্রিয় বাইক। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ও বহুল বিক্রিত বাইক হলো রোডমাস্টার প্রাইম। ৮০ সিসির এই বাইকটির দাম ক্রেতাদের হাতের নাগালে।
রোড মাস্টার বাইকের বিশেষত্ব হচ্ছে এতে অ্যালয় হুইল, গিয়ার ইন্ডিকেটর, সেলফ স্টার্ট ফিচার রয়েছে। এছাড়াও এই বাইক ভালো মাইলেজ দেয়। দেখতেও আকর্ষণীয়। টেকসইও বটে!
রোড মাস্টাররের ভেলোসিটি ১০০ সিসির বাইকটটি ৮ হাজার টাকা কমে এখন পাওয়া যাচ্ছে ১ লাখ ১ হাজার ৯০০ টাকায়। ১৫০ সিসির র্যাপিডো এখন পাওয়া যাচ্ছে ১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকায়। এই বাইকটির দাম কমেছে ১৫ হাজার টাকা।
১০০ সিসির ডেলাইট ৯৪ হাজার ৯০০ টাকা থেকে কমে এখন দাঁড়িয়েছে ৮৯ হাজার ৯০০ টাকায়। স্পাউট ১০০ সিসির বাইকটির দাম কমেছে ৫ হাজার টাকা। এটি এখন ৮৭ হাজার ৯০০ টাকায় পাওয়া যাবে। ১০০ সিসির আরেক মডেল পিলাইটের দাম ৯৫ হাজার ৯০০ টাকা থেকে কমে এখন ৯০ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
৮০ সিসির রেক্স ১০ হাজার টাকা কমে এখন ৭০ হাজার ৯০০ টাকায় মিলছে। তবে রোডমাস্টারের জনপ্রিয় সেগমেন্ট ৮০ সিসির প্রাইমের দাম কমেনি। বাইকটি পূর্বের দাম ৬৪ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।



