মোটরসাইকেল খবর

দেশে হোন্ডার মোটরসাইকেল কারখানার উদ্বোধন


দেশে হোন্ডার মোটরসাইকেল উৎপাদনকারী কারখানার উদ্বোধন করা হয়েছে। এটি মুন্সিগঞ্জের গজারিয়ায় আবুল মোনেম ইকোনমি জোনে। দেশে হোন্ডা যৌথভাবে তাদের মোটরসাইকেল উৎপাদন ও সংযোজন করবে। এই কারখানার ৩০ শতাংশ মালিকানা রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি)।

দুপুরে এই কারখানার উদ্বোধন করেন আবুল মাল আবদুল মুহিত। এসময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতি ছিলেন।

নতুন নির্মিতা এই কারখানায় হোন্ডা ২০১৮ সালের মধ্যে উৎপাদন শুরুর পরিকল্পনা নিয়েছৈ। পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছর তারা ১ লাখ মোটরসাইকেল উৎপাদন করবে। পঞ্চম বছরে উৎপাদনের পরিমাণ ৩ লাখ ইউনিটে উন্নীত করা হবে। শুরুতে নতুন কারখানায় প্রায় ৩০০ লোকের কর্মসংস্থান হবে। যা পর্যায়ক্রমে দাঁড়াবে ৫০০ জনে।

এ দেশে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি খুলে ২০১৩ সালে প্রতিষ্ঠানটি গাজীপুরে একটি মোটরসাইকেল সংযোজন কারখানা করে। হোন্ডা তাদের নতুন কারখানায় প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগের কথা জানিয়েছে।

বাংলাদেশে হোন্ডার নতুন বিনিয়োগের কারণ এ দেশের বাজার বৃদ্ধি। মোটরসাইকেল সংযোজনকারীদের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে এ দেশে প্রায় ২ লাখ মোটরসাইকেল বিক্রি হয়েছে। বড় প্রতিষ্ঠানগুলোর বিক্রির পরিমাণ বেড়েছে গড়ে ৩০ শতাংশ হারে। চলতি বছর মোটরসাইকেল বিক্রির পরিমাণ আরও বেশি হারে বাড়বে বলে ধারণা কোম্পানিগুলোর। মোটরসাইকেল উৎপাদনে শুধু হোন্ডা নয়, বাজাজ, টিভিএস, হিরোসহ প্রায় ৭টি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের প্রক্রিয়ায় আছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button