মোটরসাইকেল খবর

বাইক পার্কিং করার পরও শব্দ হলে যা করবেন


যারা নিয়মিত বাইক ব্যবহার করেন তারা একটি সাধারণ সমস্যায় পরেন। সেটা হলো বাইক বন্ধ করে যখন পার্কিং করে রাখছেন তখনো বাইকে টিক টিক শব্দ হচ্ছে। এটি অনেক কারণেই হতে পারে। মূলত বাইকের ধোঁয়ায় ক্ষতিকারক পদার্থ থাকে। তার মধ্যে একটি হল কার্বন মনোক্সাইড। সঙ্গে হাইড্রোকার্বন এবং নাইট্রোজেন অক্সাইডও রয়েছে। বাইকের সাইলেন্সারে একটি অনুঘটক ইনস্টল করা আছে। সেটি ক্ষতিকারক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে। কার্বন মনোক্সাইডকে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করে। তাই আওয়াজ হয়।

আবার এমন হয় যে, সাইলেন্সার গরম হলে কনভার্টারের ভেতরের পাইপগুলোও গরম হয়ে যায়। সেগুলো প্রসারিত হতে থাকে। দীর্ঘক্ষণ বাইক চালানোর পরে যখন বাইকটি বন্ধ হয়ে যায়, তখন সেই পাইপ ঠান্ডা হয়ে যায় এবং ধীরে ধীরে সঙ্কুচিত হতে থাকে। বিভিন্ন স্তর বিভিন্ন হারে শীতল হওয়ায়, বোল্টের ক্ল্যাম্পিং লোড নির্বিশেষে সেগুলো একে অপরের সঙ্গে ঘষা খায়। সেজন্যও এমন শব্দ উৎপন্ন হতে পারে।

বাইকের এমন অস্বাভাবিক শব্দ দূর করতে বাইকের সাইলেন্সার নিয়মিত পরিষ্কার রাখুন। খেয়াল রাখুন ভেতরের পাইপ যেন খুব বেশি গরম না হয়ে যায়। সব সময় ভালো ফুয়েল বা তেল ব্যবহারের চেষ্টা করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button