বাজাজ ভারতে একটি মোটরসাইকেল ব্র্যান্ড। এই ব্র্যান্ডের অধীন বেশ কিছু সিরিজের বাইক রয়েছে। যা ওই দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশের সড়কও কাঁপাচ্ছে। বাজাজ সাশ্রয়ী দামে অধিক মাইলেজে দেয় এমন কমিউটার মোটরসাইকেল উৎপাদন করে। জানুন বাজাকের জনপ্রিয় কয়েকটি মোটরসাইকেল সম্পর্কে।
বাজাজ প্লাটিনা ১০০
এই মোটরসাইকেলে থাকছে একটি ১০২ সিসির ইঞ্জিন। যা এই মোটরসাইকেলকে মাইলেজের দিক থেকে দেশের অন্যতম সেরার তকমা দিয়েছে। এই মডেলে রয়েছে স্প্রিং সোফা সিট, রাবার ফুট প্যাড, ডবল স্প্রিং রিয়ার সাসপেনশন।
বাজাজ প্লাটিনা ১১০। ২০১৮ সালে প্রথম বাজারে আসে প্লাটিনা ১১০ মডেল। হাই রাবার ফুট প্যাডের জন্য এই মোটরসাইকেলে আরামদায়ক রাইড করা যাবে। এছাড়াও সামনে ও পেছনের সাসপেনশনে থাকছে লম্বা সাসপেনশন। এই মডেলটিতে রয়েছে এলইডি ডিআরএল এবং ‘‘৪ সিসির ইঞ্জিন।
বাজাজ সিটি ১০০
বাজাজের তৈরি সবচেয়ে জনপ্রিয় বাইক সিটি ১০০। এই কমিউটারের মাইলেজ প্রতি লিটারে ৮০ কিলোমিটার। এই বাইকের দামও হাতের নাগালে। বাজাজ সিটি ১০০ মডেলে রয়েছে ১০২ সিসির ফোর স্ট্রোক ইঞ্জিন। সঙ্গে থাকছে ৪ স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮.১ শক্তি ও ৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। বাইকটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। এই বাইকের ফ্রন্ট সাসপেনশনে থাকছে হাইড্রলিক টেলিস্কোপ। পেছনে এনএসএস সাসপেনশন।
বাজাজ প্লাটিনা ১১০ এইচ গিয়ার
প্লাটিনা সিরিজের অন্যতম বাইক ১১০ এইচ গিয়ার। এই বাইকে মিলবে সুরক্ষিত ও আরামদায়ক রাইড। এই মোটরসাইকেলের ইঞ্জিনে রয়েছে ডিটিএস-আই প্রযুক্তি। কোম্পানির দাবি এক লিটার পেট্রোলে ৭৬.৮২ কিলোমিটার চলবে প্লাটিনা ১১০ এইচ গিয়ার। এই মোটরসাইকেলে রয়েছে ৪ স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটবে এই বাইক।