এই প্রথম ভারতে তৈরি হলো ইলেকট্রিক সুপার বাইক। এই বাইকটির বিশেষত্ব হচ্ছে এটি এক চার্জে ৫০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। ১৬০ কেজি ওজনের এই বাইক, এতে সর্বোচ্চ গতি পাওয়া যাবে ২৫১ কিলোমিটার।
বাইকটি তৈরি করেছে ব্যাঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ম্যানকেম অ্যাটোমোটিভ নামের একটি প্রতিষ্ঠান। তারা বাইকটিকে প্রোটোটাইপ হিসেবে তৈরি করেছে। এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য অর্থ সংগ্রহের জন্য ক্রাউডফান্ডিং করছে।
এর উদ্ভাবকরা জানিয়েছেন, বাইকটিতে হাই ডেনসিটি ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। ফলে এটি সিঙ্গেল চার্জে প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।