ম্যাট সিলভার রঙে লঞ্চ হল TVS NTorq 125 ২০১৮-২০১৯ সালের অন্যতম জনপ্রিয় স্কুটার NTorq 125 ইতি ইতিমধ্যে ৯ টি পুরস্কার জিতেছে এই স্কুটার। শুধুমাত্র ডিস্ক ব্রেক ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন TVS NTorq 125 ম্যাট সিলভার। ভারতের দিল্লিতে ড্রাম ব্রেক ভেরিয়েন্টে এই স্কুটারের দাম শুরু হচ্ছে ৫৮,৫৫২ রুপি থেকে।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম লঞ্চ হয়েছিল TVS NTorq 125। এটা ভারতের প্রথম কানেক্টেড স্কুটার। এই স্কুটারে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। এই স্কুটারে রয়েছে ‘T’ এর মতো দেখতে টেল ল্যাম্প, ১২ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ডে টাইম রানিং লাইট। একাধিক রাইডিং মোডে এই স্কুটার চালানো যাবে।
TVS NTorq 125 স্কুটারে রয়েছে একটি CVTi-REVV ১২৪.৭৯ ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৯.৩ bhp শক্তি আত ১০.৫Nm টর্ক পাওয়া যাবে। সর্বোচ্চ ৯৫ কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটবে TVS NTorq 125। স্কুটারের সামনের চাকায় থাকছে একটি ২২০ মিমি ডিস্ক ব্রেক, পিছনের চাকায় থাকছে একটি ১৩০ মিমি ড্রাম ব্রেক।