মোটরসাইকেল খবর

ভারতে লঞ্চ হল আপডেটেড Aprilia SR 150


ভারতে লঞ্চ হল আপডেটেড Aprilia SR 150ঃ ২০১৯ এপ্রিলা SR 150 লঞ্চ করল Piaggio ভারতে দিল্লিতে এই স্কুটারের এক্স শো রুম দাম শুরু হচ্ছে ৭০,০৩১ রুপি থেকে। এপ্রিলা SR 150 Carbon এর দাম শুরু হচ্ছে ৭৩,৫০০ রুপি আর SR 150 Race এর দাম শুরু হচ্ছে ৮০,২১১ রুপি থেকে। SR 150 মডেলে যোগ হয়েছে নতুন পেন্ট আর একাধিক নতুন ফিচার। এই বছর অটো এক্সপোতে প্রথম এই স্কুটার দুনিয়ার সামনে নিয়ে এসেছিল ইটালির কোম্পানিটি।

নতুন ২০১৯ এপ্রিলা SR 150 তে যোগ হয়েছে অ্যাডজাস্টেবেল শক অ্যাবজর্বার। এর সাথেই থাকবে নতুন উইন্ড শিল্ড আর সেমি ডিজিটাল কনসোল। ইটালির জাতীয় পতাকায় অনুপ্রাণিত হয়ে নতুন রঙে বাজারে আসছে ২০১৯ এপ্রিলা SR 150 Race এই দুই মডেলেই কালো অ্যালয় হুইল থাকবে। এর সাথেই নতুন নীল রঙে বাজারে আসবে এই স্কুটার।

যদিও নতুন ভেরিয়েন্টে ২০১৮ সালের মডেলের ইঞ্জিন থাকবে। ১৫৪.৮ সিসি এই ইঞ্জিনে পাওয়া যাবে ১০.৪ bhp শক্তি আর ১১.৪ Nm টর্ক। CVT ট্রান্সমিশানে পাওয়া যাবে এই স্কুটার। ২০১৯ Aprilia SR 150 এর সামনে থাকবে টেলিস্কোপিক ফর্ক শানপেনশান আর পিছনে থাকবে হাইড্রোলিক শক অ্যাবজর্ভার। স্কুটারের সামনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক আর পিছনে থাকছে ড্রাম ব্রেক।

বাজারে Suzuki Burgman Street, TVS NTorq 125 আর Vespa SXL 150 এর মতো স্কুটার গুলির সামনে কড়া প্রতিযোগিতার মুখোমুখি হতে চলেছে নতুন Aprilia SR 150

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button