ভারতে লঞ্চ হল Suzuki Intruder স্পেশাল এডিশান দাম ও ফিচার্স

ভারতে লঞ্চ হল Suzuki Intruder স্পেশাল এডিশান দাম ও ফিচার্সঃ সম্প্রতি জনপ্রিয় Intruder মডেলের স্পেশাল এডিশান লঞ্চ করল সুজুকি। নতুন এই বাইকের নাম Suzuki Intruder SP একই সাথে লঞ্চ হয়েছে ফুয়েল ইঞ্জেকটার সহ Suzuki Intruder FI SP উৎসবের মরশুমের ঠিক আগেই এই স্পেশাল এডিশান Intruder লঞ্চ হল। দিল্লিতে Suzuki Intruder SP ও Intruder FI SP এর দাম যথাক্রমে ১ লক্ষ রুপি ও ১.০৭ লক্ষ রুপি।
দুটি বাইকেই থাকছে ১৫৪.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড, ফোর সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৪ bhp শক্তি আর ১৪ Nm টর্ক পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড মডেলের মতোই দুটি স্পেশান এডিশান মডেলে যোগ হয়েছে ABS। ভালো রাইডিং অভিজ্ঞতার জন্য একটি ভেরিয়েন্টে থাকছে ফুয়েল ইঞ্জেকশান টেকনোলজি।
নতুন স্পেশাল এডিশান Suzuki Intruder এ যোগ হয়েছে LED প্রোজেক্টার হেডল্যাম্প। এর সাথেই থাকছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও LED টেলল্যাম্প। এছাড়াও থাকছে এই বাইকের সিগনেচার রাইডারের জন্য বাকেট স্টাইল সিট। Suzuki Intruder SP ও Intruder FI SP তে থাকছে কালো অ্যালয় হুইল আর দুই চাকায় ডিস্ক ব্রেক। সামনের চাকায় থাকছে ABS। বাইকের সামনে থাকবে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশান আর বাইকের পিছনে থাকছে সুইং আর্ম টাইপ মোনো শক সাসপেনশান।




