ভারতে লঞ্চ হল নতুন জেনারেশানের বাজাজ পালসার ১৫০ মোটরসাইকেল। দিল্লিতে নতুন বাজাজ পালসার বাইকের দাম শুরু হচ্ছে ৬৪,৯৯৮ রুপি থেকে। নতুন রঙ ও গ্রাফিক্সে লঞ্চ হয়েছে বাজাজ পালসার ১৫০। নতুন এই বাইকের নাম রাখা হয়েছে Bajaj Pulsar 150 “Neon” কালেকশান। বাজারে Honda CB Unicorn 150, Hero Achiever 150, Yamaha SZ-RR এর মতো গাড়িগুলির সামনে প্রতিযোগিতার সম্মুখীন হবে এই বাইক।
ম্যাট ব্যাল, নিয়ন ইয়েলো আর নিয়ন রেড রঙে পাওয়া যাবে এই বাইক। হেডল্যাম্পের চারপাশে, Pulsar লোগো ও টেল ল্যাম্পে এই নিয়ন রঙ দেখা যাবে। এছাড়াও অ্যালয় হুইলে থাকবে নিয়ন রঙের ছোঁয়া।
নতুন বাজাজ পালসার ১৫০ বাইকের ভিতরে থাকবে ১৪৯ সিসি DTS-i ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৩.৮ bhp শক্তি আর ১৩.৪ Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকবে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশান। নতুন পালসার এর সামনে থাকবে টেলিস্কপিক ফর্ম আর পিছনে রয়েছে টুইন শক। বাইকের সামনের চাকায় একটি ২৪০ মিমি ডিস্ক ব্রেক আর পিছনের চাকার থাকবে একটি ১৩০ মিমি ড্রাম ব্রেক।
বাংলাদেশ নতুন মডেলের পালসার কবে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।