মোটরসাইকেল খবর

লাইসেন্সবিহীন সকল মোটরসাইকেল বাজেয়াপ্ত হবে


রাজধানীসহ সারা দেশে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। লাইসেন্সবিহীন মোটরসাইকেল পাওয়া গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি বাজেয়াপ্ত করবে। গতকাল বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এলজিইডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ ছাড়া গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, ‘লাইসেন্সবিহীন মোটরসাইকেল পেলেই তা বাজেয়াপ্ত করা হবে। লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি কেউ লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহার করে, তবে সেটা পার্মানেন্টলি বাজেয়াপ্ত হবে। এ মোটরসাইকেল আর কোনোভাবেই মালিককে ফেরত দেওয়া হবে না। তবে তা সরকারি কোনো কাজে লাগানো হবে না।’

শিল্পমন্ত্রী আরো বলেন, ‘ঈদকে সামনে রেখে ঢাকা শহরের ৪১০টি ঈদ জামাতসহ সারা দেশে ঈদের জামাতে নিরাপত্তা দেওয়া হবে। ঈদে ঢাকা শহরের ডিপ্লোমেটিক জোনসহ শপিং মল ও বিভিন্ন টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। রাজধানীসহ সারা দেশের ঈদ জামাতের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কিছু ইয়াবা তৈরিকারককে গ্রেপ্তার করেছে। বর্তমানে মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

ঈদের জামাতে কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘গতবার যেমন শোলাকিয়ায় ঈদের জামাতে একটা অপচেষ্টা করা হয়েছিল, এ ধরনের কোনো অপচেষ্টা যেন এবার কেউ গ্রহণ করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে।’

আমির হোসেন আমু আরো বলেন, ‘সন্দেহজনক লেনদেন হলে তা গোয়েন্দা বিভাগের নজরে আনুন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হলে তা গোয়েন্দা বিভাগ ও বাংলাদেশ ব্যাংকে জানানোর আহ্বান জানাচ্ছি। ব্যাংক ও বিকাশের মাধ্যমে বিনিয়োগ করা অর্থ কোনো জঙ্গি কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

বৈঠক সূত্র জানায়, বৈঠকে নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় লাইসেন্সবিহীন মোটরসাইকেল দিয়ে বেশি অপরাধ হচ্ছে বলে সংশ্লিষ্টরা মতামত দেন। তাঁরা জানান, রংপুরে জাপানি নাগরিক, ঢাকায় ইতালির নাগরিক ও সর্বশেষ এমপি লিটন হত্যাকাণ্ডের ক্ষেত্রে লাইসেন্সবিহীন মোটরসাইকেল পাওয়া গেছে। পরে লাইসেন্সবিহীন মোটরসাইকেল দিয়ে অপরাধ ঘটানোর কারণে কোনো অবস্থায়ই আর লাইসেন্সবিহীন মোটরসাইকেল চলতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে গতকাল বিকেলে রাজধানীর নিউ মার্কেটে ক্রেতাদের কেনাকাটার নিরাপত্তার খোঁজখবর নিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঈদ জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলা, নাশকতার আশঙ্কা বা কোনো হুমকি নেই। ঈদে ঢাকা ছেড়ে যারা বাড়ি যাচ্ছে তাদের ঘরবাড়ি নিরাপদ রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। সারা ঢাকা শহরে টহল পুলিশ, চেকপোস্ট, সাদা পোশাকে পুলিশ ও বিভিন্ন সংস্থার সদস্যরা ঈদের ছুটিতে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button