লিথিয়াম আয়ন ব্যাটারি সহ লঞ্চ হল নতুন এই ভারতীয় ইলেকট্রিক স্কুটার

লিথিয়াম আয়ন ব্যাটারি সহ লঞ্চ হল নতুন এই ভারতীয় ইলেকট্রিক স্কুটারঃ ভারতে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল গুরুগ্রামের কোম্পানি Okinawa Autotech নতুন এই স্কুটারের নাম Okinawa Ridge+ নতুন Ridge+এর এক্স শোরুম দাম ৬৪,৯৯৮ রুপি। Okinawa Ridge+এ রয়েছে একটি ৮০০ watt BLDC ওয়াটার প্রুফ মোটর। একবার চার্জ করে ১২০ কিমি যেতে পারবে এই স্কুটার।

আগে Okinawa Ridge স্কুটারে শীশার ব্যাটারি ব্যবহার হলেও নতুন Okinawa Ridge+ স্কুটারে থাকছে লিথিয়াম আয়ন ব্যাটারি। আগের স্কুটারের থেকে ২১,০০০ টাকা দাম বেশি Okinawa Ridge+ স্কুটারের।

নতুন মোটর ও ব্যাটারি ব্যবহার হলেও Ridge+ স্কুটারে থাকছে আগের Ridge স্কুটারের ডিজাইন। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটার। সর্বোচ্চ ৫৫ কিমি প্রতি ঘন্টা গতিতে ছটতে পারবে নতুন Ridge+ সর্বোচ্চ ১৫০ কিলোগ্রাম ওজন নিয়ে ছোটার ক্ষমতা রাখে এই ইলেকট্রিক স্কুটার। এর সাথেই থাকছে e-ABS, অ্যান্টি থিফ অ্যালার্ম, কি-লেস এন্ট্রি, সেন্ট্রাল লকিং এর মতো গুরুত্বপূর্ণ একাধিক ফিচার। এর সাথেই একুটার খোঁজার একটি ফিচার থাকবে।

Ridge+ কোম্পানির তৃতীয় স্কুটার। এর আগের স্কুটারগুলিতে শীশা ও অ্যাসিডের ব্যাটারি ব্যবহার হলেও Ridge+ এ থাকছে লিথিয়াম আয়ন ব্যাটারি।

সারা দেশে Okinawa ডিলারদের কাছ থেকে কেনা যাচ্ছে নতুন Okinawa Ridge+ শুরুতে ৫০০ টি স্কুটার বিক্রি করবে ভারতীয় কোম্পানিটি। তবে নভেম্বরের মধ্যেই সারা ভারতে ১৫০০ স্কুটার বিক্রির পরিকল্পনা রয়েছে গুরুগ্রামের কোম্পানিটির।

Related Post