মোটরসাইকেল খবরহিরো

সকল Hero মোটরসাইকেল ও স্কুটারের দাম বাড়ছে


সকল Hero মোটরসাইকেল ও স্কুটারের দাম বাড়ছেঃ অক্টোবর থেকে সব দুই চাকা গাড়ির দাম বাড়াচ্ছে হিরো। এই কথা জানালো Hero MotoCorp আগামী ৩ অক্টোবর ২০১৮ থেকে নতুন দাম প্রযোজ্য হবে। ৯০০ টাকা পর্যন্ত দাম বাড়ছে কোম্পানির মোটরসাইকেল ও স্কুটারগুলি। হিরো জানিয়েছে মডেল ও কোথা থেকে মোটরসাকেল কেনা হচ্ছে তার উপরে নতুন দাম নির্ভর করবে। সম্প্রতি ডলারের তুলনায় টাকার দাম অনেকটা কমে যাওয়ার কারনেই এই দাম বৃদ্ধি বলে জানিয়েছে কোম্পানি।

যদিও এই বছরে কোম্পানির মোটরসাইকেল ও স্কুটারের দাম বৃদ্ধি এই প্রথম নয়। এর আগে এই বছর এপ্রিল মাসে কোম্পানির সব প্রোডাক্টের দাম ৬২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। তখনও তেলের দাম বৃদ্ধি ও মূল্যবৃদ্ধির কারনেই দাম বাড়ানো হয়েছিল বলে জানিয়েছিল Hero MotoCorp

এই মুহুর্তে সারা দেশে বিভিন্ন দামে অনেক স্কুটার ও মোটরসাইকেল বিক্রি করে। ২০১৮ সালের অগাস্ট মাসে ৬,৮৫,০৪৭ টি স্কুটার ও মোটরসাইকেল বিক্রি করেছিল Hero MotoCorp। প্রসঙ্গত সম্প্রতি বাজারে এসেছে কোম্পানির লেটেস্ট ২০০ সিসি মোটরসাইকেল Hero Xtreme 200R

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button