সিবিএস সহ ভারতে এল নতুন Honda CB Shine: কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS) সহ ভারতে লঞ্চ হল নতুন Honda CB Shine ১ এপ্রিলের পরে ১২৫ সিসি বা তার কম আয়তনের ইঞ্জিন এর সব মোটরসাইকেলে CBS বাধ্যতামূলক করেছে কেন্দ্র। তাই ভারতে হোন্ডা-র সবথেকে জনপ্রিয় মোটরসাইকেল এ যোগ হল নতুন ব্রেকিং সিস্টেম। যদিও এখনও কেনা যাচ্ছে ড্রাম ব্রেক এর পুরনো হোন্ডা সিবি সাইন আর হোন্ডা সিবি সাইন এসপি। এর সাথেই ডিস্ক ব্রেক ভার্সনের বিক্রিও চালু রয়েছে। ড্রাম ব্রেক সহ নতুন হোন্ডা সিবি সাইন সিবিএস এর দাম ৫৮,৩৩৮ রুপি। তবে ডিস্ক ব্রেকে নতুন হোন্ডা সিবি সাইন সিবিএস কিনতে ৬৪,০৯৮ রুপি খরচ হবে। (দিল্লিতে এক্স শো-রুম দাম)
কোম্পানি জানিয়েছে আগের মতোই জনপ্রিয় হোন্ডা সিবি সাইন। নতুন ব্রেকিং সিস্টেম মোটর সাইকেলের ব্রেক চাপলে সামনে ও পিছনের চাকার ব্রেকে একসাথে সমপরিমাণ চাপ পড়বে।
হোন্ডা সিবি সাইন এ রয়েছে একটি ১২৪.৭৩ cc ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১০.১৬ bhp শক্তি আর ১০.৩ Nm টর্ক পাওয়া যায়। সাথে থাকবে ৪ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।