সুজুকি জিক্সারের দাম কমলোঃ তরুণদের জনপ্রিয় স্পোর্টস বাইক সুজুকি জিক্সারে দাম কমলো। এখন থেকে বাইকটি ৫০০০ টাকা কমে কেনা যাবে। ক্যাশব্যাক অফারের আওতায় এই হ্রাসকৃত মূল্য উপভোগ করা যাবে। ১ অক্টোবর ২০১৮ থেকে এই অফার শুরু হযেছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে।
সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ-এই ক্যাশব্যাক অফার দেয়া হয়েছে। জিক্সারের সিঙ্গেল ডিস্ক ভার্সনের দাম ২ লাখ ১৯ হাজার ৯৫০ টাকা। একই মডেলের ডাবল ডিস্ক ভার্সনের দাম ২ লাখ ২৯ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে জিক্সার এসএফ ডাবল ডিস্ক ভার্সনের দাম ২ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা। জিক্সার এসএফ মটো ২০১৭ ভার্সনের দাম ২ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা।