সুজুকি জিক্সারের দাম কমলো

সুজুকি জিক্সারের দাম কমলোঃ তরুণদের জনপ্রিয় স্পোর্টস বাইক সুজুকি জিক্সারে দাম কমলো। এখন থেকে বাইকটি ৫০০০ টাকা কমে কেনা যাবে। ক্যাশব্যাক অফারের আওতায় এই হ্রাসকৃত মূল্য উপভোগ করা যাবে। ১ অক্টোবর ২০১৮ থেকে এই অফার শুরু হযেছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে।

সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ-এই ক্যাশব্যাক অফার দেয়া হয়েছে। জিক্সারের সিঙ্গেল ডিস্ক ভার্সনের দাম ২ লাখ ১৯ হাজার ৯৫০ টাকা। একই মডেলের ডাবল ডিস্ক ভার্সনের দাম ২ লাখ ২৯ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে জিক্সার এসএফ ডাবল ডিস্ক ভার্সনের দাম ২ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা। জিক্সার এসএফ মটো ২০১৭ ভার্সনের দাম ২ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা।

Related Post