সুজুকি নতুন স্পোর্টস বাইক কাটানা

সুজুকি নতুন স্পোর্টস বাইক কাটানাঃ ২ অক্টোবর নতুন বাইক লঞ্চ করবে সুজুকি। নতুন এই বাইকের টিজার ভিডিও লঞ্চ করল জাপানের কোম্পানিটি। আগের টিজারগুলির মতোই এই টিজারেও বাইকের ফুয়েল ট্যাঙ্কের একটি অংশ দেখা গিয়েছে। আগের দুটি টিজার ভিডিওতে বাইকের বিভিন্ন অংশ দেখা গেলেও নতুন এই বাইক কখনই দেখা যায়নি। এই টিজার ভিডিওগুলি দেখে মনে করা হচ্ছে এই ইভেন্টে নতুন সুজুকির কাটানা বাইক লঞ্চ হতে চলেছে।

মিলান অটো শোতে একটি কনসেপ্ট বাইক লঞ্চ করেছিল সুজুকি। এই বাইকের নাম রাখা হয়েছিল কাটানা ৩.০। এই টিজারের ভিডিও সেই কনসেপ্ট বাইকের কথা মনে করায়। তাই মনে করা হচ্ছে আমাগী ২ অক্টোবর বাণিজ্যক লঞ্চ হবে নতুন সুজুকির কাটানা।

সুজুকি লাইন আপে বেশ জনপ্রিয় সুজুকির কাটানা। ১৯৮১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এই বাইক বিক্রি করেছে সুজুকি। এই বাইক বিক্রির সময় ৫৫০ সিসি, ৬৫০ সিসি, ৭৫০ সিসি, ১১০০ সিসি ইঞ্জিন ভেরিয়েন্টে এই বাইক পাওয়া যেত। ১৯৭৯ সালে প্রথম এক জার্মান কোম্পানি এই বাইক ডিজাইন করে। আগামী ২ অক্টোবর ২০১৮ জার্মানীর এক অটো শোতে আবার বাজারে আসবে এই আইকনিক বাইক।

Related Post