২০১৮ সুজুকি জিক্সার এসপি এবং জিক্সার এসএফ এসপি আসছে

২০১৮ সালের জিক্সার এসপি (ABS) আর জিক্সার এসএফ এসপি (FI আর ABS) লঞ্চ করল সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ২০১৮ সুজুকি জিক্সার এসপি আর সুজুকি জিক্সার এসএফ এসপি তে নতুন সোনালী ও কালো রঙ ব্যবহার হয়েছে। এছাড়াও SP ২০১৮ মডেলে নতুন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। যদিও ২০১৮ Suzuki Gixxer SP সিরিজে মেকানিকাল দিক থেকে কোন বদল আসেনি। ২০১৮ Suzuki Gixxer SP (ABS) এর দাম ৮৭,২৫০ রুপি (ইন্ডিয়া)। অন্যদিকে Suzuki Gixxer SF SP (FI আর ABS) এর দাম ১,০০,৬৩০ রুপি।

“২০১৪ সালে লঞ্চের পর থেকেই এই দেশে কোয়ালিটি, স্টাইল ও পারফর্মেন্সের অন্য নাম Suzuki Gixxer। লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে ভালো গুণমানের পারফর্মেন্স বাইক তৈরী করা আমাদের DNA তে রয়েছে। ২০১৮ স্পেশাল এডিশান বাইকগুলি গ্রাহকদের মন জয় করবে বলে আমরা আশাবাদী।” বলেন সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাজিব রাজাশেখরন।

Suzuki Gixxer SP (ABS) আর Suzuki Gixxer SF SP (FI আর ABS) দুটি বাইকেই থাকবে সিঙ্গেল সিলিন্ডার 155cc এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে পাওয়া যাবে 14.6 bhp শক্তি আর 14 Nm টর্ক। এর সাথেই এই গাড়ির চ্যাসিস, সাসপেনশান, বডিতেও কোন তফাৎ আসেনি। এই মুহুর্তে 160cc সেগমেন্টে দেশের অন্যতম সেরা বাইক Suzuki Gixxer। দারুন মাইলেজের সাথেই এই বাইকে স্তাইল, পারফর্মেন্স ও ভালো হ্যান্ডেলিং পাওয়া যাবে। এই মুহুর্তে বাজারে Apache RTR 160 4V, Bajaj Pulsar NS160, Honda CB Hornet 160R আর Yamaha FZ-S FI V2.0-এর মতো গাড়িগুলির সাথে বাজারে প্রতিযোগিতা করছে Suzuki Gixxer।

Related Post