২০১৮ সালের জিক্সার এসপি (ABS) আর জিক্সার এসএফ এসপি (FI আর ABS) লঞ্চ করল সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ২০১৮ সুজুকি জিক্সার এসপি আর সুজুকি জিক্সার এসএফ এসপি তে নতুন সোনালী ও কালো রঙ ব্যবহার হয়েছে। এছাড়াও SP ২০১৮ মডেলে নতুন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। যদিও ২০১৮ Suzuki Gixxer SP সিরিজে মেকানিকাল দিক থেকে কোন বদল আসেনি। ২০১৮ Suzuki Gixxer SP (ABS) এর দাম ৮৭,২৫০ রুপি (ইন্ডিয়া)। অন্যদিকে Suzuki Gixxer SF SP (FI আর ABS) এর দাম ১,০০,৬৩০ রুপি।
“২০১৪ সালে লঞ্চের পর থেকেই এই দেশে কোয়ালিটি, স্টাইল ও পারফর্মেন্সের অন্য নাম Suzuki Gixxer। লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে ভালো গুণমানের পারফর্মেন্স বাইক তৈরী করা আমাদের DNA তে রয়েছে। ২০১৮ স্পেশাল এডিশান বাইকগুলি গ্রাহকদের মন জয় করবে বলে আমরা আশাবাদী।” বলেন সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাজিব রাজাশেখরন।