২০১৯ সালে আসছে Moto Guzzi V85 – এই প্রথম Moto Guzzi V85 অ্যাডভেঞ্চার বাইকের ছবি প্রকাশিত হল। লঞ্চের আগেই ইতালির মোটরসাইকেল ম্যাগাজিন Motociclismo-তে এই বাইকের ছবি দেখা গিয়েছে। নভেম্বর মাসে বাজারে আসবে V85 গত বছর অটো শোতে প্রথম এই বাইক দেখা গিয়েছিল। ইতিমধ্যেই নভেম্বরে V85 বাণিজ্যিক লঞ্চের প্রস্তুতি শুরু করেছে Moto Guzzi অফরোডিং এর জন্য বিশেষ ভাবে এই অ্যাডভেঞ্চার বাইক ডিজাইন করা হয়েছে। Motociclismo তে প্রকাশিত ছবিতে তিনটি আলাদা রঙে দেখা গিয়েছে Moto Guzzi V85
Moto Guzzi V85 এ থাকবে একটি ৮৫৩ সিসি ভি টুইন ইঞ্জিন। Moto Guzzi Roamer আর Bobber বাইকেও একই ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনে ৮০ bhp শক্রি আর ৮০ Nm টর্ক পাওয়া যাবে। বিভিন্ন রকমের উইন্ডস্ক্রিন সহ বাজারে আসবে V85 তবে ভারতে কবে Moto Guzzi V85 লঞ্চ হবে তা জানা যায়নি।
২০১৯ জানুয়ারি মাসে Moto Guzzi V85 বিক্রি শুরু হতে পারে। এই বাইকের সম্ভাব্য দাম ১২,০০০ ইউরো। যা প্রায় ১০ লক্ষ রুপির সমান। তবে ভারতে এই মডেল লঞ্চ হলে এর থেকে বেশি দাম হওয়ার সম্ভাবনা রয়েছে।