মোটরসাইকেল খবররয়েল এনফিল্ড

Royal Enfield Himalayan লঞ্চ হল ABS সহ দাম ও ফিচার্স


Royal Enfield Himalayan লঞ্চ হল ABS সহ দাম ও ফিচার্সঃ অবশেষে ABS সহ বাজারে এলো Royal Enfield Himalayan মুম্বাইতে নতুন এই বাইকের দাম ১.৭৯ লক্ষ রুপি। ABS ছাড়া মডেলের থেকে প্রায় ১১,০০০ রুপি বেশি দামে লঞ্চ হল এই বাইক। তবে কলকাতায় এই বাইকের দাম জানা যায়ননি।

Royal Enfield Himalayan কোম্পানির ABS সহ দ্বিতীয় বাইক। কয়েকদিন আগেই ৩৫০ ক্লাসিক সিগনাস এডিশান লঞ্চ করেছিল রয়েল এনফিল্ড। এই বাইকের হাত ধরে প্রথম ABS সহ বাইক বাজারে এনেছিল কোম্পানি। তবে নতুন ABS সহ Himalayan বাইকের ইঞ্জিনে কোন পরিবর্তন আসছে না। নতুন ABS সহ Royal Enfield Himalayan বাইকে রয়েছে ৪১১ সিসি ইঞ্চিন। এই ইঞ্জিনে ২৪ bhp শক্তি আর ৩২ Nm টর্ক পাওয়া যাবে। ৫ স্পিড ট্রান্সমিশানে পাওয়া যাবে নতুন রয়েল এনফিল্ড Himalayan

বাইকের বাকি সব কিছুই এক থাকবে। আগের মতোই লম্বা স্টান্সে পাওয়া যাবে এই বাইক। তবে ইন্সট্রুমেন্ট কনসোলে নতুন ABS লেখা যোগ হয়েছে। তবে এই বাইকের ABS বন্ধ করার কোন অপশান থাকবে না। বাইকের সামনে থাকবে টেলিস্কপিক ফর্ক আর পিছনে থাকবে মোনো শক ইউনিট। বাইকের দুই চাকাতেই থাকবে ডিস্ক ব্রেক। বাইকের সামনের ফর্কেও ABS লেখা থাকবে।

আগের মতোই তিনটি রঙে পাওয়া যাবে নতুন ABS সহ Himalayan ম্যাট সাদা, গ্রানাইট আর স্টিল রঙে পাওয়া যাবে এই বাইক। নতুন বিমার নিয়মের ফলে এই বাইক কিনতে গ্রাহকের মোট ২ লক্ষ রুপির বেশি খরচ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button