মোটরসাইকেল খবররয়েল এনফিল্ড

Royal Enfield Thunderbird 350X লঞ্চ হল নতুন ABS সহ


Royal Enfield Thunderbird 350X বাইকে ABS যোগ করল রয়েল এনফিল্ড। দিল্লিতে 1.63 লক্ষ রুপি থেকে Royal Enfield Thunderbird 350X ABS এর এক্স শো রুন দাম শুরু হচ্ছে। ABS যোগ হওয়ার ফলে আগের থেকে প্রায় ৭,০০০ রুপি দাম বেড়েছে এই মডেলের। এই বছরের শুরুতে Thunderbird X সিরিজ লঞ্চ করেছিল রয়েল এনফিল্ড। ইতিমধ্যেই সারা দেশের রয়েল এনফিল্ড ডিলারের কাছে Thunderbird 350X বিক্রি শুরু হয়েছে।

নতুন আইনে ১২৫ সিসি এর বেশি সব মোটরসাইকেলে ABS বথাকা বাধ্যতামূলক করেছে ভারত সরকার। তাই কোম্পানির সব মোটরসাইকেলে ABS যোগ করছে রয়েল এনফিল্ড। ৩৫০ সিসি ও ৫০০ সিসি ভেরিয়েন্টে পাওয়া যায় Thunderbird X আগামী মাসে Thunderbird 500X মডেলে যোগ হবে ABS

Thunderbird 350X এ রয়েছে একটি ৩৪৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৯ bhp শক্তি আর ২৮ Nm টর্ক পাওয়া যাবে। এর সাথেই থাকবে ৫ স্পিড গিয়ারবক্স।

এই সপ্তাহে দুটি নতুন ৬৫০ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল লঞ্চ করবে রয়েল এনফিল্ড। আগামী ১৫ নভেম্বর লঞ্চের সময় জানা যাবে নতুন Interceptor 650 আর Continental GT 650 বাইকের দাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button