টিপস

বাইকের ইঞ্জিন বন্ধ করার পর টিক টিক শব্দ হয় কেন


ইঞ্জিন, গিয়ার বক্স, পিস্টনসহ ছোট ছোট যন্ত্রাংশের সমষ্টি একটি বাইক। এসব কিছু একসঙ্গে চলতে শুরু করলে বাইকও চলে। কিন্তু বাইক থামলে কী হয়? অনেক বাইকের ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পর এক ধরনের শব্দ হয়। টিক, টিক, টিক অনেকটা এ রকম।

অনেকের মনে প্রশ্ন জাগে, এটা কিসের শব্দ? কেন এ রকম শব্দ হয়? এতে বাইকের কোনো ক্ষতি হয় কি না?

এক কথায় এর উত্তর হলো, না। এমন শব্দের কারণে বাইকের কোনো ক্ষতি হয় না। আসলে ইঞ্জিন গরম হওয়ার কারণেই এমন শব্দ হয়। ইঞ্জিন যখন ধীরে ধীরে ঠাণ্ডা হয়, তখন এই শব্দও বন্ধ হয়ে যায়। বাইকের ধোঁয়ায় অনেক রকমের ক্ষতিকর পদার্থ থাকে। এর মধ্যে অন্যতম হলো কার্বন মনোঅক্সাইড। পাশাপাশি হাইড্রোকার্বন ও নাইট্রোজেন অক্সাইডও থাকে। এই জন্য বাইকের সাইলেন্সরে ক্যাটালিটিক কনভার্টার লাগানো হয়।

এই কনভার্টার ক্ষতিকারক পদার্থগুলোর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কার্বন মনোক্সাইডকে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করে। বাইক চললে সাইলেন্সর গরম হয়ে যায়। ফলে কনভার্টারের ভেতরের পাইপও গরম হতে থাকে। তাপে এই পাইপ প্রসারিত হয়। দীর্ঘক্ষণ চালানোর পর বাইক যখন বন্ধ করা হয়, তখন সাইলেন্সর ঠাণ্ডা হতে শুরু করে, সঙ্গে পাইপও।

স্বাভাবিক তাপমাত্রায় পাইপ ধীরে ধীরে সংকুচিত হয়ে ফের আগের অবস্থায় ফিরে যায়। পাইপের বিভিন্ন স্তর ভিন্ন হারে ঠাণ্ডা হয়। বোল্টের ক্যাম্পিং লোডের পরোয়া না করেই একে অপরের সঙ্গে ঘষা লাগে। ইঞ্জিন চালু থাকলে ক্যাটালিটিক কনভার্টারের তাপমাত্রাও বেশি থাকে। তখন এর মধ্যে দিয়ে প্রবাহিত নির্গমন গ্যাসের কারণে এটি প্রসারিত হয়। কিন্তু ইঞ্জিন বন্ধ করার পর এটি ধীরে ধীরে ঠাণ্ডা হতে থাকে, আর প্রক্রিয়া যখন চলে তখন টিক টিক শব্দ হয়।

টিক টিক শব্দ সাধারণত নতুন মডেলের বাইকে শোনা যায়। পুরনো মডেলের বাইকে এই শব্দ হয় না। কারণ তাতে ক্যাটালিটিক কনভার্টার থাকে না। বিএস ৪ এবং বিএস ৬ বাইকেই এই শব্দ হয়, কারণ এই মডেলগুলোতে ক্যাটালিটিক কনভার্টার থাকে, যা গরম হলে প্রসারিত হয় এবং তখনই টিক টিক শব্দ করে। এটাই এমন শব্দের আসল কারণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button