বাজাজমোটরসাইকেল খবর

১ হতে সেপ্টেম্বর ভারতে বাড়ছে দাম বাজাজ বাইক এর


শিঘ্রই বাইকের অন রোড দাম বাড়াবে বাজাজ অটো। বিভিন্ন মডেলের দাম ৩,০০০ রুপি থেকে ৮,০০০ রুপি পর্যন্ত বাড়াবে কোম্পানি। ১ সেপ্টেম্বর থেকে নতুন দাম প্রযোজ্য হবে। সম্প্রতি নতুন আইনে বাইকে পাঁচ বছরের থার্ড পার্টি বিমা বাধ্যতামূওক হয়েছে। নতুন এই বিমার কারনেই বাইকের অন রোড দাম বৃদ্ধি পাবে। তবে শুধু বাজাজ অটো নয়। সব বাইক প্রস্তুতকারী সংস্থার বাইকের দাম বাড়বে বলে জানানো হয়েছে। বাইকের সাথেই গাড়িতের থার্ড পার্টি বিমা বাধ্যতামূলক করা হয়েছে।

২০ জুলাই সুপ্রিম কোর্ট এক নির্দেশে দেশের সব গাড়ির ক্ষেত্রে তিন বছর থার্ড পার্টি বিমা ও বাইকের ক্ষেত্রে পাঁচ বছর থার্ড পার্টি বিমা বাধ্যতামূলক করে। এই নির্দেশে মাননীয় সুপ্রিম কোর্ট জানিয়েছিল ১ সেপ্টেম্বর থেকে সব নতুন গাড়িতে এই বিমা থাকা বাধ্যতামূলক।

এখন Platina, Discover, Pulsar 150, Pulsar NS160 ও V সিরিজের বাইকে এক বছরের বিমা বিনামূল্যে দেয় বাজাজ অটো। Platina তে বিমার দাম ৪৮০০ রুপি বাড়বে, Pulsar NS160 তে বিমার দাম বাড়বে ৮০০০ রুপি। কম দামে গ্রাহকদের গাড়ি কেনার সুবিধার জন্য বৃহষ্পতিবার ও শুক্রবার রাত ১১ টা পর্যন্ত কোম্পানির সব শো রুম খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজাজ অটো।

ভারতের রাস্তায় মোট ১৮ কোটি গাড়ি চলে। এর মধ্যে মাত্র ৬ কোটি গাড়িতে বিমা রয়েছে। এর ফলে রাস্তায় দুর্ঘটনা ঘটলে সাধারন মানুষকে তার খরচ বহন করতে হয়। থার্ড পার্টি বিমা থাকলে দুর্ঘটনায় গাড়ির বাইরে কেউ ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি সেই ব্যক্তির ক্ষতিপূরণ দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button