বেনেল্লিমোটরসাইকেল খবর

দেখে নিন নতুন Benelli TRK 250


দেখে নিন নতুন Benelli TRK 250: অনেকদিন ধরেই অপেক্ষা ছিল এই অ্যাডভেঞ্জার টুরিং বাইকের। অবশেষে বিশ্বের সামনে এল নতুন Benelli TRK 250 সম্প্রতি মিলান শো তে বিশ্বের সামনে এই টুরিং বাইক নিয়ে এসেছে Benelli TRK 250 তে রয়েছে একটি ২৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ২৪.৫ bhp শক্তি আর ২১ Nm টর্ক পাওয়া যাবে।

স্টিল টিউব ফ্রেমের উপরে তৈরী হয়েছে Benelli TRK 250 সামনে রয়েছে একটি ৪১ মিমি ফর্ক। পিছনে রয়েছে একটি ৫১ মিমি সেন্ট্রাল শক অ্যাবজর্বার। গাড়ির সামনে রয়েছে ২৮০ মিমি আর ভপিছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক।

২০১৯ সালে বিক্রি শুরু হবে Benelli TRK 250 তবে এই বাইক ভারতে লঞ্চ হবে কী না সেই বিষয়ে কোন তথ্য জানা যায়নি। ইতিমিধ্যেই বাজারে জনপ্রিয় Honda CRF250L, Kawasaki Versys-X 250, Suzuki V-Strom 250 টুরিং বাইকগুলির সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Benelli TRK 250

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button