মোটরসাইকেল খবর
রানার মোটরসাইকেলের দাম কমলো

বাংলাদেশে উৎপাদিত মোটরসাইকেল ব্যান্ড রানার মোটরসাইকেলের দাম কমলো। ঈদ সালামি অফারের আওতায় রানারের বিভিন্ন মডেলের মোটরসাইকেলের দাম কমানো হয়েছে। মডেল ভেদে দাম কমেছে ১৪ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। ঈদ পর্যন্ত এই দামে রানারের মোটরসাইকেল কেনা যাবে।
- রানার এডি-৮০এস ১২ হাজার টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৮৩ হাজার টাকায়।
- রানার ডিলাক্স এডি-৮০ এর মূল্য কমে এখন দাঁড়িয়েছে ৭৩ হাজার টাকা। বাইকটির পূর্বমূল্য ছিল ৮৫ হাজার টাকা।
- রানার চিত্রার দাম ৮ হাজার টাকা কমে এখন দাঁড়িয়েছে ৭৯ হাজার টাকায়।
- রানার এফ ১০০-৬ এ মডেলের বাইকটির দাম ৮ হাজার টাকা কমেছে। এখন এটি পাওয়া যাচ্ছে ৮০ হাজার টাকা।
- রানার বুলেটের দাম কমেছে ১০ হাজার। এর এখনকার মূল্য ৯৫ হাজার টাকা।
- রানার কাইট প্লাসের দাম ৯১ হাজার টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৮৩ হাজার টাকায়।
- রানার রয়েল প্লাস এখন বিক্রি হচ্ছে ৯১ হাজার টাকা। এর আগের দাম ছিল ১ লাখ ১ হাজার টাকা।
- রানার টার্বোর দাম কমেছে ১২ হাজার টাকা। এটি এখন ১ লাখ ১৮ হাজার টাকায় কেনা যাবে।
- একই মডেলের ম্যাট এডিশনটি বিক্রি হচ্ছে ১ লাখ ১৮ হাজার টাকায়। এর দাম কমেছে ১৪ হাজার টাকা।
- রানারের ফ্লাগশিপ বাইক নাইট রাইডারের দাম কমেছে ১২ হাজার টাকা। এর এখনকার দাম ১ লাখ ৪৪ হাজার টাকা।
- রানারের সবচেয়ে কম দামি বাইক রানার আরটির মূল্য অপরিবর্তনীয় রয়েছে।
দেশ জুড়ে রানার শওরুম গুলোতে পাউয়া যাবে রানারের এই বাইক গুলো।