মোটরসাইকেল খবর

এক চার্জেই ১৫০ কিমি, বাজারে এল দৃষ্টিনন্দন মোটরসাইকেল


পেট্রল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। ফলে পাল্লা দিয়ে বাড়ছে বিকল্প জ্বালানির যানের জনপ্রিয়তা। এরই মধ্যে ভারতের বাজারে আসছে একের পর একই যান। এবার ই-বাইক আনল গোয়ার স্টার্টআপ সংস্থা কবীরা মোবিলিটি।

KM 3000 ও KM 4000 নামে দুটি বাইক বাজারে এনেছে কবীরা মোবালিটি। সংস্থার দাবি, একবার চার্জ দিলে ১৫০ কিলোমিটার চলে এই ই-যান। Kabira KM 400 সাধারণ ও স্পোর্টস রাইডিংয়ে চলে। কোম্পানির দাবি, স্পোর্টস মোডে একবার চার্জে ৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার। এমনকি ৩ দশমিক ৩ সেকেন্ডে এই বাইক ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছতে সক্ষম।

এটিতে দুই ধরনের চার্জের ব্যবস্থা রয়েছে। ই-মোডে এ বাইক ফুল চার্জ হতে সময় লাগবে ৬ ঘণ্টা ৩০ মিনিট। আর একটি বেস্ট মোডে ৫০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হবে। ইউনিভার্সাল টাইপ দুই চার্জারে চার্জ করা যাবে।

দুটি বাইকে ব্যবহৃত হয়েছে লিথিয়ম আয়ন ব্যাটারি। KM 3000 মডেলের বাইকটির দাম এক লাখ ২৬ হাজার ৯৯০ টাকা এবং KM 4000 মডেলের দাম এক লাখ ৩৬ হাজার ৯৯০ টাকা।

কোম্পানির দাবি, বাজারে আসার পর চার দিনে পাঁচ হাজার বুকিং হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button