ভারতে লঞ্চ হল Yamaha Ray ZR Street Rally Edition। দিল্লিতে এই স্কুটারের এক্স শো রুম দাম ৫৭,৮৯৮ রুপি। ২০১৮ সালে অটো এক্সপো তে Ray ZR Street Rally স্কুটারটি দেখিয়েছিল ইয়ামাহা। স্ট্যান্ডার্ড Yamaha Ray ZR স্কুটারে নিতুন ডিজাইন ও গ্রাফিক্স যোগ করে এই স্কুটার লঞ্চ করেছে ইয়ামাহা। এই স্কুটারে থাকবে ডুয়াল টোন কালার স্কিম আর ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল।
এই লঞ্চ উপলক্ষে কোম্পানির সিনিয়ার ভাইস প্রেসিডেন্ড রয় কুরিয়ান বলেন, “পোয়ার ও স্টাইলের আদর্শ মেলবন্ধন Yamaha Ray ZR Street Rally এডিশান। কোম্পানির অন্যন্য প্রোডাক্টের মতোই Ray ZR Street Rally Edition এ আধুনিক টেকনোলজির সাথেই যে সব গ্রাহকরা স্পোর্টি লুকের স্কুটারের খোঁজ করছেন তাদের মন জয় করবে বলে আশা করছি। বিশ্বব্যাপী ইয়ামাহা-র স্বতন্ত্র স্টাইলের কথা জানেন গ্রাহকরা। ভারতের ক্রমবর্ধমান স্কুটার বাজারে কোম্পানির নতুন এই স্কুটার জনপ্রিয় হবে বলেই আশা প্রকাশ করছি।”
লাল ও নীল দুটি আলাদা কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে Ray ZR Street Rally Edition। জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে এই স্কুটারের বিক্রি শুরু হবে। Ray ZR Rally Street তে থাকবে একই 113 cc ইঞ্জিন। এই ইঞ্জিনে 7.2 bhp শক্তি ও 8.1 Nm টর্ক পাওয়া যাবে। Ray ZR Rally Street এর সামনের চাকায় একটি ডিস্ক ব্রেক আর সমনের চাকায় একটি ড্রাম ব্রেক ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে সিটের নীচে 21 লিটার স্টোরেজফ্রন্ট পকেট। বাজারে Honda Dio এর মতো স্কুটারের সাথে Ray ZR Rally Street এর প্রতিযোগিতা হবে।