মোটরসাইকেল খবর

সুজুকির বিলাসবহুল স্পোর্টস বাইক জিএসএক্স এস১০০০


সুজুকির স্পোর্টস বাইকের জনপ্রিয়তা তুঙ্গে!বিশেষ করে রোমাঞ্চপ্রিয় তরুণের প্রথম পছন্দ স্পোর্টস বাইক। আর সেই বাইকটি যদি হয় বিলাসবহুল তবে তো কথাই নেই! এমনই একটি বিলাসবহুল স্পোর্টস বাইক আনলো সুজুকি। এর মডেল সুজুকি জিএসএক্স এস১০০০।

সুজুকির এই নেকেড স্পোর্টস বাইকতে দেখতেও দুর্দান্ত। এটি যেমন গতির রাজা তেমনি এর আউটলুক। দেখলে মনে হয় এই বুঝি তেড়ে আসবে। ছুটন্ত চিতা যেনো! ভারতের বাজারে বাইকটি বিক্রি হচ্ছে।

বাইকটিতে আছে ৯৯৯ সিসির শক্তিশালী ইঞ্জিন। ৪ সিলিন্ডার সমৃদ্ধ বাইকটির টর্ক ১০৬ এনএম@৯৫০০ আরপিএম। এর ইঞ্জিনের ঘূর্ণন গতি ১৪৭@১০০০০ আরপিএম।

সুজুকির নতুন এই স্পোর্টস বাইকটির সর্বোচ্চ গতি ২৪১.৪ মিলোমিটার/ঘণ্টা।

এবিএস সমৃদ্ধ বাইকটিতে ডিজিটাল ট্যাক্টোমিটার ব্যবহার করা হয়েছে। এর হেডল্যাম্পে হ্যালোজেন টাইপ হেডলাইট ব্যবহার করা হয়েছে।

বাইকটির উভয় চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। অ্যালয় হুইলের চাকায় রয়েছে টিউবলেস টায়ার। সামনে আছে টেলিস্কোপিক শর্ক অ্যাবসর্ভার। পেছনের চাকায় আছে মনো শর্ক আবসর্ভার।

ভারতের বাজারে বাইকটি বিক্রি হচ্ছে ১২ লাখ ২৫ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button