মোটরসাইকেল খবরলিফান

স্বল্প দামে ডিস্ক ব্রেক বাইক নিয়ে এলো লিফান


স্বল্প দামে ডিস্ক ব্রেক বাইক নিয়ে এলো লিফানঃ মোটরসাইকেলের নিরাপত্তার জন্য ডিস্ক ব্রেক খুবই জরুরি। কিন্তু এন্ট্রি লেভেলের বাইকে ডিস্ক ব্রেক দেখা যায় না। সাধারণত ১১০, ১২৫ কিংবা ১৫০ সিসির বাইকে এই ডিস্ক ব্রেক ব্যবহৃত হয়। এবার সাশ্রয়ী দামের ১০০ সিসির একটি বাইকে ডিস্ক ব্রেক এলো। এটি বাজারে এনেছে রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লিফান ব্র্যান্ডের মোটরসাইকেলটির মডেল গ্লিন্ট ১০০ ইএস। বাইকটিতে আছে ১০০ সিসির এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে ৫.৫ বিএইচপি শক্তি এবং ৭.৮ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

ফোর স্পিড গিয়ার বক্সের এই বাইকে কিক স্টার্টারের পাশাপাশি সেলফ স্টার্টার আছে। সামনে চাকায় আছে ডিস্ক ব্রেক, পেছনের চাকায় ড্রাম ব্রেক। তবে চাকায় টিউবলেস টায়ার ব্যবহৃত হয়নি। মোটরসাইকেলটির চালক ও আরোহীদের নিরাপত্তার জন্য সামনের চাকায় আছে টেলিস্কোপিক ফর্ক। পেছনের চাকায় কয়েল টাইপ সাসপেনশন। ১০৮ কেজি ওজনের বাইকটিতে ১৬০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। এতে অ্যানালগ ইনস্টুমেন্টাল কনসোল প্যানেল সংযোজন করা হয়েছে।

আকর্ষণীয় গ্রাফিক্সের এই বাইকটিকে ক্লাসিক লুক রয়েছে। এর ফুয়েল ট্যাংকের জ্বালানির ধারণ ক্ষমতা ১২ লিটার। রাসেল ইন্ডাস্ট্রিজ দাবি করছে লিফান গ্লিন্ট ১০০ ইএস মডেলের বাইকটিতে ৮৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। সাধারণ ফিচার হিসেবে আছে বাম্পার, শাড়ি গার্ড এবং গ্রাব রেইল।

বাংলাদেশের বাজারে বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button